চাপে পড়ে ১৩ বছর পর রঞ্জি খেলবেন কোহলি

Virat Kohli

সেই ২০১২ সালে সর্বশেষ রঞ্জি ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। এরপর পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। অনেকের ক্যারিয়ারই শেষ হয়ে যায় এমন লম্বা সময়ে,  আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার সঙ্গে বিপুল তারকাখ্যাতি কোহলিকে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছিলো। রান খরায় ভুগতে থাকা এই ব্যাটিং গ্রেট অনেকটা চাপে পড়েই ফিরছেন রঞ্জিতে।

আগামী ৩০ জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির হয়ে রেলের বিপক্ষে খেলবেন কোহলি। এজন্য প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন তিনি। দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর প্রেসিডেন্ট রোহন জেটলির সঙ্গে কথা হয়েছে কোহলির। সেখানেই রঞ্জি ট্রফিতে খেলার কথা রোহনকে জানান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এর পরেই ৩০ জানুয়ারি কোহলির রঞ্জি খেলা চূড়ান্ত হয়। কোচ শরণদীপ সিংহও কোহলির খেলার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর সব ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। ব্যাট হাতে রান না পাওয়ায় ক্যারিয়ারের অন্তিমে থাকা ব্যাটার আছেন চাপে। এমন নির্দেশনা আর অগ্রাহ্য করা সম্ভব হয়নি।

এমনিতে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ খেলা ক্রিকেটাররা ঘরোয়া প্রথম শ্রেণীর আসরে অনিয়মিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটসহ ঠাসা সূচির ব্যস্ততায় তারা প্রথম শ্রেণীর ক্রিকেট চলাকালীন বিশ্রামের পথ বেছে নেন। তবে এতে করে টেস্টে তাদের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাই এই ব্যাপারে হয়েছে কঠোর।

বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পর নিজ নিজ রাজ্য দলের হয়ে রঞ্জি খেলার ঘোষণা দিয়েছেন শুবমান গিল। রিশভ পান্ত, যশস্বী জয়সওয়ালরা।

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

1h ago