বিপিএলে পারিশ্রমিক না দেওয়ার ইস্যু

ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই: বিসিবি

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু যেন থামতে চাইছে না। বেশিরভাগ ফ্র‍্যাঞ্চাইজি মানছে না পারিশ্রমিক দেওয়ার নিয়ম। এমনকি দুর্বার রাজশাহী ও চিটাগনহ কিংসের বিরুদ্ধে অভিযোগ, তারা অনেক ক্রিকেটারকে কোনো টাকাই দেয়নি।

বোর্ড পরিচালকদের ১৭তম সভার পর শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। তারা নানা বিষয়ের পাশাপাশি ২০২৫ বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়ার ইস্যুতে কথা বলেন।

বিসিবি পরিচালক ইফতেখার ক্রিকেটারদের আশ্বস্ত করে বলেছেন পদক্ষেপ নেওয়ার কথা, 'আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।'

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার দায় অস্বীকার করেননি তিনি, 'আমরা ইতোমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষদের ডেকেছি। ইতোমধ্যে যেসব হয়েছে তা আমরা মেনে নিচ্ছি।'

বিপিএলে নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও টুর্নামেন্ট শেষের পর বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হয়।

আরেক বিসিবি পরিচালক মাহবুব বলেছেন, ফ্র‍্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব মেটাতে আলোচনায় বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল, 'এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এই ব্যাপারে তাৎক্ষনিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নিব। বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমাদের সেই দূরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে তা মেনে চলতে হবে (ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে)।'

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

3h ago