চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ

প্যাট কামিন্সকে নিয়ে শঙ্কার মধ্যে নতুন করে খারাপ খবর পেয়েছে অস্ট্রেলিয়া। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্শ।
পিঠের চোটে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, চলতি মৌসুমেই আর খেলতে পারবেন না ৩৩ বছর বয়েসী মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র এই খবর নিশ্চিত করে বলেছে, 'জাতীয় নির্বাচক প্যানেল ও ছেলেদের মেডিকেল ইউনিট চোটের কারণে মার্শকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিয়েছে। সম্প্রতি তিনি পিঠের নিচের অংশের চোটে ভুগছেন। মার্শের জায়গায় কাকে নেওয়া হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল।'
লম্বা সময় ছিটকে যাওয়ায় আগামী আইপিএলও হয়ত তিনি খেলতে পারবেন না। সেদিক থেকে বিপদে পড়ল লক্ষ্ণৌ সুপার জায়ান্টও।
ভারতের বিপক্ষে গত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রান পাননি মার্শ, ফলে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। তবে ওয়ানডেতে মার্শ ছিলেন দলের অপরিহার্য সদস্য। তিনি ছিটকে যাওয়ায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে নিতে পারে অজিরা। তবে মার্শের মিডিয়াম পেসের সুবিধা সেক্ষেত্রে মিলবে না।
এদিকে গোড়ালির চোটে ভুগছেন নিয়মিত অধিনায়ক কামিন্স। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে স্টিভেন স্মিথের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে অস্ট্রেলিয়া।
Comments