চোটে পড়লেন কোহলি

Virat Kohli

রান খরায় থাকা বিরাট কোহলি প্রিয় সংস্করণ ওয়ানডে নামবেন বলে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন নাগপুরের দর্শকরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের খানিক আগে তাদের সবাইকে ধাক্কা খেতে হলো। হাঁটুর চোটে যে একাদশে নেই কোহলি।

বৃহস্পতিবার ম্যাচের আগে ওয়ার্মআপে ছিলেন কোহলি। তবে ওয়ার্মআপ করার সময়ই সম্ভবত টের পান তার অবস্থা খেলার মতন না। ডান পায়ের হাঁটুতে নি-ক্যাপ পরে থাকা কোহলি থাকছেন বিশ্রামে।

চোটে এই ম্যাচ খেলতে না পারলেও কোহলির অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা ব্যাটারকে পেতে কোন ঝুঁকি নেয়নি ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি ভারতের। সফরকারী দল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

কোহলি না থাকার ম্যাচে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে ওপেনার যশস্বি জয়সওয়াল ও পেসার হারশিত রানার। লম্বা সময় পর চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন কুলদীপ যাদব।

পেসার মোহাম্মদ শামি টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও প্রত্যাবর্তন করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে ভারত-ইংল্যান্ড।

Comments

The Daily Star  | English

S Alam, associates laundered money thru shell firms

Mohammed Saiful Alam and his family have acquired vast wealth at home and abroad, using money siphoned off through loans taken in the name of front companies

8h ago