পরিসংখ্যান : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ছবি: আনোয়ার সোহেল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজ এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে জয়ের বিকল্প কোনো নেই টাইগারদের জন্য। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় অপরিহার্য।

স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে উত্তেজনা অনেক। কারণ এই ম্যাচের ভাগ্যের উপর নির্ভর করছে পাকিস্তানও। এই গ্রুপের বাকি দুটি ম্যাচ অর্থপূর্ণ রাখতেও টাইগারদের জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের এই লড়াই উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও তাদের লক্ষ্য ভিন্ন।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারার পরই টুর্নামেন্টের বাকি ম্যাচ দুটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয় টাইগারদের জন্য। অন্যদিকে, কিছুটা আয়েশি অবস্থানে আছে ব্ল্যাক ক্যাপসরা। জিতলে সেমিফাইনাল নিশ্চিত, তবে হারলেও সুযোগ রয়েছে তাদের সামনে।

হেড টু হেড পরিসংখ্যান:

  • এখন পর্যন্ত দুই দলের ৪৫ ওয়ানডে দেখায় বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, হার ৩৩ ম্যাচে, আর এক ম্যাচ ছিল অমীমাংসিত।
  • সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডেতে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছিল বাংলাদেশ।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমতা—২০১৭ সালে কার্ডিফে বাংলাদেশ জয় পেলেও ২০০২ আসরে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড।

ব্যক্তিগত মাইলফলক:

  • বাংলাদেশের তৌহিদ হৃদয় ২৩ রান করলেই ওয়ানডেতে ১,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
  • নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও মাত্র ৪ রান দূরে একই কীর্তি গড়ার।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago