'পরবর্তী ৮-১০ বছর বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারত'

ভারতের ক্রিকেটাঙ্গনে প্রতিভার ছড়াছড়ি। কিন্তু ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পরবর্তী দশ বছরে কোন আইসিসি শিরোপা ভারতের ঘরে ওঠেনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ভারতীয় দল জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টানা দুটি আইসিসি ইভেন্ট জেতার পর সোনালী ভবিষ্যতের কথা শুনিয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, আগামী ৮-১০ বছর ক্রিকেটবিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছে ভারতের বর্তমান স্কোয়াড।

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটের জয় পায় ভারত। ২০১৩ সালের পর আরেকবার সাদা জ্যাকেট উঠে কোহলির গায়ে। ম্যাচশেষে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আপনি যখন চলে যাবেন, তখন দলকে আরও ভালো অবস্থানে রেখে যেতে চাইবেন।'

'ড্রেসিং রুমে অনেক প্রতিভা রয়েছে। তারা তাদের খেলাটাকে এগিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে এবং আমরা (অভিজ্ঞরা) সাহায্য করতে পেরে খুশি। আমি অনুভব করি যে আমাদের এমন স্কোয়াড রয়েছে, যেটি পরবর্তী ৮-১০ বছর ক্রিকেটবিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। শুবমান (গিল) অসাধারণ খেলেছে। শ্রেয়াস (আইয়ার) কয়েকটি দারুণ ইনিংস খেলেছে। কেএল (লোকেশ রাহুল) খেলা ফিনিশিং দিয়েছে আর হার্দিক (পান্ডিয়া) ব্যাট হাতে চমৎকার ছিল।', যোগ করেন কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার অনুভূতি ব্যখা করতে গিয়ে কোহলি আরও বলেন, 'এটা চমৎকার। কঠিন একটা অস্ট্রেলিয়া সফর পার করার পর ঘুরে দাঁড়াতে চেয়েছি আমরা। বড় টুর্নামেন্ট জিততে চেয়েছি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারা চমৎকার।'

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ওয়ানডে সংস্করণে তৃতীয় আইসিসি ইভেন্ট জিতেছেন কোহলি। এবারের আসরে ৫ ম্যাচ খেলে ২১৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়েছিলেন কোহলি।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago