বিশ্ব একাদশের বিপক্ষেও জিতবে ভারত: আফ্রিদি

shahid afridi
ফাইল ছবি

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে শিরোপা হাতে নিয়েছে ভারত। রোহিত শর্মার দলের জন্য প্রশংসা ভেসে আসছে চারিদিক থেকে। এবার শহিদ আফ্রিদি বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব একাদশও ভারতের সঙ্গে খেললে জিততে পারবে না।

সম্প্রতি সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'আপনি যদি ভারত দলের দিকে তাকান, ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার ও অলরাউন্ডাররা। জেনুইন স্পিনার এবং ফাস্ট বোলাররা। আমি বলবো যে আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি বিশ্ব একাদশ বানান এবং ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ খেলেন, তবুও ভারত জিতবে।'

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলেছে ভারত। এটিকে অন্যায্য সুবিধা বলে অনেকে ভারতের অর্জনকে খাটো করে দেখছেন। তবে পাকিস্তানের হয়ে পাঁচশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলকে।

তিনি জানান, 'তারা জেতার যোগ্য। আপনি যখন ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করবেন, কাঠামো, একাডেমিগুলো এবং ভালো ক্রিকেটে, আপনি সেসবের ফল পাবেন। কোন সন্দেহ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কন্ডিশন বিবেচনায় তাদের দল নির্বাচন…নির্বাচক কমিটি দুর্দান্ত কাজ করেছিলেন। হ্যাঁ, আমি সহমত যে কন্ডিশন জানাশোনা ছিল তাদের কারণ তারা সব ম্যাচ এক জায়গায় খেলেছে এবং ভেন্যু বদলায়নি।'

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। এর মাধ্যমে আইসিসির এই ইভেন্টে তারা শিরোপা জিতে তৃতীয়বার। ২০০২ সালে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে শিরোপার স্বাদ নেওয়ার পর ২০১৩ সালে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

সদ্য সমাপ্ত আসরে গ্রুপ পর্বে একে একে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। এরপর অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে ফাইনালে পা রাখেন রোহিতরা। শিরোপা নির্ধারণী মঞ্চে কিউইদের হৃদয়ভঙ্গ করে টানা দ্বিতীয় আইসিসি ইভেন্ট জয়ের উল্লাসে মেতে উঠেন ভারতীয়রা।

অন্যদিকে আফ্রিদির পাকিস্তান গ্রুপ পর্বে প্রথমে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। এরপর ভারতের বিপক্ষে জিততে না পারায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যায় শেষ ম্যাচের আগেই। বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জয়শূন্য থাকে।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on upcoming election

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago