আইপিএলে কোন দলের অধিনায়ক কে

অবশেষে দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করেছে। এর মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে আগামী আসরের জন্য আইপিএলের ১০ দলের ১০ অধিনায়ক। পুরোনোরা যেমন থেকেছেন এই দায়িত্বে, ২০২৫ আইপিএলে নতুন রুপে নেতৃত্বের মুকুট পরবেন কয়েকজন, সেই সঙ্গে প্রথমবার অধিনায়কত্ব পাওয়া খেলোয়াড়ও রয়েছেন।

পুরোনো পাঁচ

আইপিএলের পাঁচটি দলের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসেনি। গত আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড় এবারও থাকছেন দলটির অধিনায়ক। গুজরাট টাইটান্সে অধিনায়কত্ব অধ্যায় শুরু করা হার্দিক পান্ডিয়া ট্রেডে গত আসরে যান মুম্বাই ইন্ডিয়ান্সে। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে আইপিএলের অন্যতম সফল দলটির নেতৃত্বের ভার থাকবে তার কাঁধেই। বরাবরের মতো রাজস্থান রয়্যালসের অধিনায়কের ভূমিকায় আছেন সঞ্জু স্যামসন। গত আসর থেকে গুজরাট নতুন পথচলা শুরু করেছে শুবমান গিলের অধীনে। এবারও ভারতীয় এই ওপেনার খেলবেন নেতৃত্বের মুকুট পরে। গত আসরে রানার্সআপ হওয়ার মাধ্যমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলটিকে সেবার যোগ্য নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স এবারও তাদের দলপতি।

নতুন রুপে পুরোনো তিন

কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস- এই চার ফ্র‍্যাঞ্চাইজি ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে নিজেদের অধিনায়ক ধরে রাখেনি। নতুন অধিনায়কের পেছনে এরপর বড় অঙ্কের অর্থ ঢেলেছে পাঞ্জাব ও লখনৌ। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে অনুমিতভাবে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক বানিয়েছে পাঞ্জাব৷ সবশেষ আসরে চ্যাম্পিয়ন কলকাতার নেতৃত্বের আসনে ছিলেন তিনি।

লখনৌ রেকর্ড ২৭ কোটি রুপি খরচ করেছে ঋষভ পান্থের পেছনে। আগের আসরে দিল্লিকে নেতৃত্ব দেওয়া এই উইকেটরক্ষক ব্যাটারের কাঁধেই এবার অধিনায়কত্ব তুলে দিয়েছে লখনৌ। শিরোপাধারী কলকাতা তাদের পরিচিত মুখ ভেঙ্কটেশ আইয়ারকে দলে রাখতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি গুণেছে। কিন্তু বাঁহাতি এই ব্যাটারকে আগামী আসরের জন্য সহ-অধিনায়ক বানিয়েছে দলটি। ২০২৫ আইপিএলে তাদের নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। পূর্বে আইপিএলে অধিনায়কত্ব করলেও বিগত কয়েক আসরে তিনি খেলেছেন এই দায়িত্ব ছাড়া। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ রাহানের।

নেতার বেশে প্রথমবার

২০২৫ আইপিএলের দশ অধিনায়কের মধ্যে পূর্বে কখনো আইপিএলে অধিনায়কত্ব করেননি, এমন আছেন একজন। রজত পাতিদারের উপর ভরসা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাতিদারের মতো অক্ষর প্যাটেল প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করবেন না। তবে স্থায়ীভাবে ২০২৫ আইপিএল হবে তার অধিনায়ক হিসেবে প্রথম আসর। এর আগে গত বছর পান্থের অনুপস্থিতিতে দিল্লিকে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার।

নেই আগের তিন

গত আসরের তিনজন অধিনায়ক এবার নেই দায়িত্বে। ২০২৪ সালে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ান একেবারে অবসরে চলে গেছেন। গত বছরের আইপিএলে লখনৌর দলপতি ছিলেন লোকেশ রাহুল। এবার দিল্লি তাকে ১৪ কোটি রুপিতে এনেছে দলে। গণমাধ্যমে খবর এসেছে, অধিনায়কত্বের প্রস্তাব পেলেও তিনি আগ্রহী হননি। এদিকে দিল্লির স্কোয়াডে গত বছরের আরেকজন অধিনায়ক ছিলেন। ১৭তম আইপিএলে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া ফাফ ডু প্লেসি এবার খেলবেন অক্ষরের অধীনে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

3h ago