আইপিএল ২০২৫

আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশে গত রাত থেকেই ঘন কালো মেঘ, কিছু এলাকায় পড়ছে বৃষ্টিও। মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। তাতে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

শুক্রবার ম্যাচের আগের দিন সন্ধ্যা বেলাতেও কলকাতাতে হয় বৃষ্টি। তাতে কলকাতা এবং বেঙ্গালুরু, কোনও দলই ঠিকমতো অনুশীলন করতে পারেনি।

এদিকে পশ্চিমবঙ্গে 'কমলা সতর্কতা' জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ছাড়াও আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হবে। তাতে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুই আয়োজনই শঙ্কার মুখে।

আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় কলকাতার ইডেন গার্ডেন্সে বলিউড তারকাদের নিয়ে হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এতে শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের থাকার কথা। বৃষ্টি হলে এই আয়োজন পড়বে বাধায়।

সন্ধ্যা ৭টায় টস হয়ে সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচ। তবে বৃষ্টি সেখানেও বাধা দিতে পারে বলে আবহাওয়া সূত্রের খবর। আইপিএলের লিগ পর্বে বাড়তি এক ঘন্টা সময় বাড়ানোর নিয়ম রাখা হয়েছে। কমপক্ষে পাঁচ ওভার করে ম্যাচ আয়োজন করলে মধ্যরাতের আগেই তা শেষ করতে হবে। তাও যদি করা না যায় তাহলে দুই দল ভাগাভাগি করবে পয়েন্ট।

এই ম্যাচের পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে কলকাতা নাইট রাইডার্স যাবে গৌহাটিতে। যেখানে ২৬ মার্চ লড়বে তারা, ২৮ মার্চ নিজেদের পরের ম্যাচের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গন্তব্য চেন্নাই।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago