হেডেদের বিপক্ষে ফের ঝাঁজ দেখিয়ে স্টার্কের পাঁচ শিকার

Mitchell Starc

আইপিএলের গত আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্স হায়দরবাদকে দুর্দান্ত বোলিংয়ে কাবু করে নায়ক বনেছিলেন মিচেল স্টার্ক। এবার স্টার্ক খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারও সানরাইজার্সের বিপক্ষে দেখালেন ঝাঁজ। ট্রেভিস হেডদের কাবু করে ধরলেন পাঁচ শিকার।

বিশাখাপত্তমে বিস্ফোরক ব্যাটিং লাইনআপের সানরাজার্সকে ১৬৩ রানে আটকে দিতে ৩৫ রানে পাঁচ উইকেট নেন স্টার্ক। আইপিএলে এবারের আসরে এটাই কোন বোলারের প্রথম পাঁচ উইকেট।

টস জিতে ব্যাটিং বেছে স্টার্কের গোলার সামনে পড়ে সানরাইজার্স। অভিষেক শর্মা রান আউট হওয়ার পর ইশান কিশান, নিতিশ রেড্ডিকে একই ওভারে ফেরান স্টার্ক। নিজের তৃতীয় ওভারে তিনি আউট করেন স্বদেশী হেডকে।

বাঁহাতি হেডের বিপক্ষে বাঁহাতি স্টার্ক ভীষণ সফল। এই নিয়ে হেডকে ৮ ম্যাচে ছয়বার আউট করলেন স্টার্ক। যার দুটোই আবার আইপিএলে।

প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়া স্টার্ক দ্বিতীয় ম্যাচে নিলেন পাঁচ উইকেট। দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বেগুনি ক্যাপটা মাথায় চাপালেন অজি পেসার।

গত বছর রেকর্ড অঙ্কে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেমে শুরুতে বিবর্ণ ছিলেন তিনি। পরে ঠিকই খুঁজে পান নিজেকে। এবার নিলামের আগে স্টার্ককে ছেড়ে দেয় কলকাতা। সেখান থেকে তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি। আইপিএলের আগে পুরোপুরি বিশ্রামে থাকায় স্টার্ক আছেন সতেজ, তার বোলিংয়েও দেখা যাচ্ছে সেই বারুদ।

Comments