পিএসএলের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতাহার

সাধারণত দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্য প্যানেলে দেখা গিয়েছে বাংলাদেশের আতাহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও। তবে এবার বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও মাইক্রোফোন হাতে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিএসএলের দশম আসরের জন্য এক তারকাখচিত ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে রাখা হয়েছে আতাহার আলীকে।
এছাড়াও পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে। থাকছেন অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও।
Mic Check, Legends Ready!
The biggest names in cricket are stepping into the #HBLPSLX commentary box!
From Sir Alastair Cook and Lisa Sthalekar to Wasim Akram and Mark Nicholas — this dream team is bringing the heat across World Feed, Urdu Feed, and Presenters' stage … pic.twitter.com/NyaJ9wxm5t— PakistanSuperLeague (@thePSLt20) April 6, 2025
পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। ওয়াকার এবং ওয়াসিম উভয়েই আইসিসি এবং পিসিবি হল অব ফেম-এর সদস্য। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ, এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।
এছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা। সেই প্যানেলে থাকবেন—আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন। তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।
পিএসএলে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে। ছয় দলের এই প্রতিযোগিতা ১১ এপ্রিল থেকে শুরু হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
Comments