চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন বুমরাহ

সেই জানুয়ারি মাস থেকে খেলার বাইরে থাকা জাসপ্রিত বুমরাহর অপেক্ষার অবসান হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে উঠা এই ডানহাতি পেসার সোমবার ফিরছেন আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই নামতে যাচ্ছেন বুমরাহ।
সোমবার ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর বিপক্ষে নামবে মুম্বাই। তার আগে দলকে সুখবর দিলেন জয়াবর্ধনে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 'সে (বুমরাহ) এভেইলেবল। আজ সে অনুশীলন করেছে, কাজেই আগামীকাল তার খেলার সম্ভাবনা আছে। সে গত রাতে দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েই এসেছেন। তাকে আমাদের ফিজিওরা দেখছেন। আজ তার বোলিং করার কথা। সব কিছু ঠিক থাকলে কাল সে খেলবে।'
গত ৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরাহ। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের এক নম্বর পেস বোলার চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেননি। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ভারতের পাশাপাশি মুম্বাইরও মূল তারকা বুমরাহ। তাকে না পাওয়ায় তাই ভুগতে থাকে দলটি।
চলমান আইপিএলে ৪ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। বুমরাহকে দলে পাওয়া তাই দলটির জন্য বড় খবর।
Comments