টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভালো শুরুর প্রত্যাশা বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই যাত্রায় শুরুটা ভালো করতে পারবে বলে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গলে সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তিনি।

এর আগে নয় দলের অংশগ্রহণে হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই তলানিতে ছিল বাংলাদেশ। যেখানে তারা মাত্র একটি ম্যাচ জিতেছিল দ্বিতীয় চক্রে। তবে সবশেষ চক্রে তুলনামূলক ভালো পারফরম্যান্স দেখিয়ে চার জয়ে সপ্তম স্থানে ছিল টাইগাররা।

সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, এই চার জয়ের মধ্যে তিনটিই এসেছে বিদেশের মাটিতে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এবং ওয়েস্ট ইন্ডিজে একটি টেস্ট জয়। নতুন চক্রে আরও ভালো করতে চায় তারা। এরজন্য ভালো সূচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন শান্ত।

আর এই লক্ষ্যে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলেও মনে করেন অধিনায়ক, 'আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালোভাবে শুরু করার জন্য এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা বাংলাদেশে কিছু অনুশীলন করেছি, তাই প্রস্তুতিও ভালো। আমি আশা করি, আমরা খুব ভালোভাবে প্রতিযোগিতা শুরু করব।'

'প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। আমি, মুশফিক ভাই ও লিটন এখানে আগেও ভালো স্মৃতি অর্জন করেছি, যা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে। তবে আমাদের একেবারে নতুনভাবে শুরু করতে হবে। আমি বিশ্বাস করি, আমরা যারা টপ অর্ডারে ব্যাট করব, তারা ভালো সূচনা দিতে পারব,' যোগ করেন শান্ত।

ভালো শুরুর প্রত্যাশা করে আরও বলেন, 'এই সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে তা দলের জন্য ভালো হবে। এটা একটা বড় সুযোগ। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো ফল সম্ভব।'

এদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জ্বরে আক্রান্ত। তার বিষয়েও কথা বলেন শান্ত। জানান, মিরাজের অবস্থা আগের তুলনায় ভালো হলেও তাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং একাদশ নির্ধারণ করা হবে মিরাজের চূড়ান্ত অবস্থার ভিত্তিতে। 'মিরাজের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। সে এখনও পর্যবেক্ষণে আছে। তবে এখন তার অবস্থার উন্নতি হয়েছে,' বলেন শান্ত।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

6h ago