পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ

ছবি: লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। তবে দলটির একাদশে সুযোগ পাননি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে নয়টায় শুরু হয়েছে দুই দলের লড়াই। টস জিতে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোরকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইসলামাবাদ।

বিদেশি ক্রিকেটার হিসেবে লাহোর একাদশে রেখেছে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম বিলিংস, জিম্বাবুয়ের স্পিন বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজা ও নামিবিয়ার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসাকে। স্পিন আক্রমণে অফ স্পিনার রাজার সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি।

গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেয়েও যাওয়া হয়নি রিশাদের। এবার বদ্ধ দুয়ার খুলে গেছে ২২ বছর বয়সী ক্রিকেটারের জন্য। প্রথমবারের মতো বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন তিনি।

লাহোরে নাম লেখানো রিশাদ এবারের পিএসএলের আগে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ধরা হয়েছে ৮৫ হাজার মার্কিন ডলার।

পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে গত সপ্তাহে রিশাদ গণমাধ্যমকে বলেছিলেন, 'এটা আমার জন্য একটা সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব, এখান থেকে যতটুকু পারা যায় নিতে।'

লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, আবদুল্লাহ শফিক, মুহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিসা, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago