ব্যাটিং গড় ১৩.৬৬, রোহিত কি ফুরিয়ে যাচ্ছেন?

ছবি: বিসিসিআই

আইপিএলে ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার পারফরম্যান্সের গ্রাফ গত তিন বছর ধরেই নিম্নমুখী।

মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত চলমান আইপিএলে ৬ ইনিংসে ১৩.৬৬ গড়ে মাত্র ৮২ রান করেছেন।

গতকাল বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ইমপ্যাক্ট বদলি হিসেবে নেমে ১৬ বলে ২৬ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান তিনি। যদিও মুম্বাই শেষমেশ ১১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে।

ব্যাট হাতে রোহিতের সঙিন অবস্থা নিয়ে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আইপিএল ব্যাটার অভিষেক ঝুনঝুনওয়ালা বলেন, 'রোহিতের পক্ষে ধারাবাহিক থাকা কঠিন হয়ে যাচ্ছে।'

আইপিএলে রোহিতের ব্যাটিং গড় ২৯.৩০ হলেও ২০২২ সাল থেকে হিসাব করলে ওপেনার হিসেবে তার গড় কমে হয়েছে ২২.৮৯। বিবেচনাধীন সময়ে তিনি পাওয়ারপ্লেতে ব্যাট করতে সমস্যায় পড়েছেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতেও ঝামেলা পোহাতে হচ্ছে বলে তার নির্ভরতা বেড়েছে লেগ সাইডের ওপর।

পরিসংখ্যান অনুসারে, ২০২২ সাল থেকে স্পিনের বিরুদ্ধেও রোহিতের পারফরম্যান্স দুর্বল হয়েছে। বিশেষ করে, গত তিন বছর ধরে লেগ স্পিনের বিপক্ষে তার গড় অনেক কমে গেছে। বারবার ব্যর্থ হওয়ায় সুইপ শটও তার জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মুম্বাইয়ের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে রোহিতের আরও বেশি সুযোগ প্রাপ্য হলেও দলের ফলাফল খারাপ হলে কঠিন সিদ্ধান্ত আসতে পারে, মনে করেন ঝুনঝুনওয়ালা, 'আইপিএলে দলগুলো খেলোয়াড়দের পারফরম্যান্সের ব্যাপারে খুবই কঠোর এবং আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও তা ঘটতে দেখেছি।'

ইংল্যান্ডের সাবেক বোলার টাইমাল মিলস যদিও মনে করেন, রোহিত দ্রুত ফর্মে ফিরবেন, 'রোহিত বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম এবং তার অভিজ্ঞতা অনেক। খারাপ সময় আসলেও তার মতো খেলোয়াড়রা সব সময়ই ঘুরে দাঁড়ায়।'

রোহিতের রানখরা মুম্বাইয়ের পারফরম্যান্সের ওপরও প্রভাব ফেলেছে। তারা ৭ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১১ বছরে ৫টি শিরোপা জিতেছেন রোহিত। দলটির ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে তার নামে একটি স্ট্যান্ড তৈরি করা হবে।

২০২০ সালের পর মুম্বাই আর আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। গত আসরে রোহিতকে সরিয়ে ভারতের আরেক তারকা হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হলে ভরাডুবি ঘটে। পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে আসর শেষ করে তারা।

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

34m ago