বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন, খেলা শুরু দুপুর একটায়

শঙ্কা সত্যি করে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। তবে আশার খবর হলো, ইতোমধ্যে বৃষ্টি থেমে উঠেছে রোদ। পুরোদমে চলছে মাঠ শুকিয়ে খেলার জন্য উপযোগী করার কাজ।
মঙ্গলবার সকালে শুরু হওয়া বৃষ্টি থেমেছে সাড়ে ১১টার দিকে। এরপর ওঠা রোদের তেজ ক্রমেই বাড়ছে। পিচ ঢাকার জন্য ব্যবহার করা কাভারের ওপর পানি জমেছে। সেসব সরিয়ে ব্যাট-বলের লড়াই শুরু করতে কিছুটা সময় লাগবে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময় জানিয়ে দিয়েছেন আম্পায়াররা।
দুপুর একটায় শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। চা বিরতি হবে বিকাল ৩টা ২০ মিনিটে। এরপর ২০ মিনিট বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে তৃতীয় সেশনের খেলা।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ১৯১ রানে অলআউট হয়ে যায়। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। ফলে সফরকারীরা ৮২ রানের ভালো একটি লিড পায়।
বাংলাদেশ আগের দিনের খেলা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করে। এখনও জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ২৮ ও মুমিনুল হক ১৫ রানে।
দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরও ম্যাচ তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। ঘুরে দাঁড়িয়ে চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে ৩০০ রানের বড় লক্ষ্য দিতে চান তারা।
অন্যদিকে, জিম্বাবুয়ে কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে, এমন মন্তব্য করেন দলটির ওপেনার ব্রায়ান বেনেট। এই টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সম্ভাবনার আশার কথাও শোনান তিনি।
Comments