জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

Mominul Hoque
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকার পর শঙ্কা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলো বাংলাদেশ। শুরুর দিকের ব্যাটাররা আরেকবার ব্যর্থ হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিচ্ছেন দায়িত্বশীলতার পরিচয়, এর আগে দৃঢ়তা দেখান মুমিনুল হকও। তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল জানালেন, ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে আরও বেশ কিছু পথ পাড়ি দিতে চান তারা।

মঙ্গলবার সিলেটে বৃষ্টির দাপটে খেলা হয়েছে ৪৪ ওভার। তাতে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান যোগ করে বাংলাদেশ। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিক দল প্রতিপক্ষ থেকে এগিয়ে আছে ১১২ রানে। চতুর্থ দিনে আরও ১৮০ রানের মতন যোগ করতে পারলে নিজেদের নিরাপদ দেখছেন মুমিনুল।

সংবাদ সম্মেলনে ম্যাচের পরিস্থিতি নিয়ে দলের ভাবনার কথা জানান তিনি, '৩০০ (লিড) হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০ এর উপরে। আর ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকবো। আত্মবিশ্বাসী এই কারণে শান্ত জাকেরের পরে আমাদের টেল এন্ডার যারা রয়েছেন তাইজুল,হাসান তারা ব্যাট করতে পারে।'

সকালের সেশন ভেসে যাওয়ার পর দুপুরে নেমে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল। জীবন পাওয়া জয় বিদায় নিলে শান্তর সঙ্গে মুমিনুল যোগ করেন ৬৫ রান। ভিক্টর নিয়াউচির বলে ৪৭ করে মুমিনুল নেন বিদায়। পরে মাত্র ৪ রান করে ফেরেন মুশফিকুর রহিম। তবে ২৬ রানে জীবন পাওয়া শান্ত ক্রিজে আছেন ৬০ রান করে। তার সঙ্গী জাকের আলির রান ২১। এরপরও স্বীকৃত ব্যাটার হিসেবে বাইরে আছেন মেহেদী হাসান মিরাজ। মুমিনুল আস্থা রাখছেন টেল এন্ডারদের উপরও।

মিরাজ মনে করেন চতুর্থ দিন সকালে হিসেব করে খেলতে হবে তাদের,  'আমাদের যারা দুজন ব্যাট করছে, এরপরে মিরাজ রয়েছে অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, কালকে সকালে খেলা হয়তো খুব কঠিন হয়ে আসবে। সে সময়ে ক্যালকুলেটিভ ব্যাটিং করা লাগবে, ক্রাঞ্চ মোমেন্ট, আমাদের যে সময়টা থাকবে সে সময়ে লম্বা সময়ের জন্য মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। আমার আর শান্তর যেমন একটা জুটি হয়েছিল সে সময় ৫০ রান কিংবা দেড়শো রানের জুটি করলে তখন তিনশ রানের লক্ষ্য সম্ভব।'

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

50m ago