মুশফিক আগের চেয়েও ভালো খেলবেন, বিশ্বাস করেন মুমিনুল

Mushfiqur Rahim
আউট হয়ে হতাশ হয়ে ফিরছেন মুশফিকুর রহিম। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ইনিংসে স্পিনারের বলে আলগা শটে তুলে দেন ক্যাচ, দ্বিতীয় ইনিংসে পেসারের বলে খোঁচা মেরে ক্যাচ দেন উইকেটের পেছনে। মুশফিকুর রহিমের আউটের ধরণ ভিন্ন হলেও দুই ইনিংসেই তিনি করতে পারেন স্রেফ ৪ রান। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের দৈন্য দশা কেবল এই টেস্টেই নয়। লম্বা সময় ধরেই হাসছে না তার ব্যাট। তবে সতীর্থ মুমিনুল হক তবু তাকে নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বরং মনে করেন কেবল একটা ফরম্যাট খেলায় মুশফিক টেস্টে আরও ভালো করতে পারবেন।

টেস্টে সর্বশেষ ১২ ইনিংসে মুশফিকের ব্যাটে নেই কোন ফিফটি। এই সময়ে তিনি মাত্র ১৩.৪৫ গড়ে করতে পেরেছেন স্রেফ ১৪৮ রান। ৯৫তম টেস্ট খেলা মুশফিক এই সংস্করণে দেশের সবচেয়ে বেশি রান করেছেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলারও হাতছানি তার সামনে। তবে আউটের ধরণ, খেলার অবস্থা দিচ্ছে মলিন বাস্তবতার ছবি।

জিম্বাবুয়ের মতন দলের বিপক্ষে মুশফিকের রেকর্ড বেশ সমৃদ্ধ, দলটির বিপক্ষে আছে তার ডাবল সেঞ্চুরি। গড় ৫৪। তবে এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ধুঁকছেন তিনি। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েলিংটন মাসাকাদজাকে পুল করতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন। দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের লাফানো বল সামাল দিতে না পেরে ধরা দেন কিপারের গ্লাভসে। আগের কয়েকটি টেস্টে ব্যর্থতার পাশাপাশি এই টেস্টে তার বেহাল দশায় উঠছে প্রশ্ন। তাকে এখন বাদ দেওয়া উচিত কিনা সে কথাও জানতে চাওয়া হচ্ছে।

তবে দুঃসময়ে মুমিনুল পাশে দাঁড়িয়েছেন মুশফিকের। তিনি মনে করিয়ে দিতে চাইছেন মুশফিকের অবদান,  'আমি তাকে নিয়ে কোনোভাবে চিন্তিত না। উনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। উনি জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, কীভাবে রান করতে হবে। আমার কাছে মনে হয় সবার ভুলে যাওয়া উচিত না যে উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন। আর উনার রান কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটুকু কী করতে পারেন। মাঝেমধ্যে তো ম্যারাথন ইনিংস খেলেন। আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো কিছু ভুলে যাওয়া উচিত না। বিশেষ করে উনি যা অর্জন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য।

আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক চলতি বছর ওয়ানডে থেকেও অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেন এখন কেবল টেস্ট। একটাই সংস্করণ খেলায় মুশফিক এখন আরও ভালো খেলবেন বলে বিশ্বাস মুমিনুলের,  'আমার কাছে মনে হয় উনি এখন আরো ভালোভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন, যেহেতু দুইটা সংস্করণ থেকে অবসর নিয়েছেন। এখন একটা সংস্করণে মনোযোগ দেবেন। এজন্য মনে হয় আগের থেকে আরো ভালো খেলতে পারবেন, একটা সংস্করণে যখন খেলবেন তখন একটা লাইনে থাকবেন তখন পারফর্ম করাটা সহজ হয়ে যায়।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago