আগামী বছরেই আইপিএল খেলার স্বপ্ন দেখছেন আমির!

mohammad amir
মোহাম্মদ আমির। ছবি: এএফপি

২০০৮ সালে একদম শুরুর আসরে আইপিএলে অংশ নিয়েছিলেন ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। তবে ওই বছরই মুম্বাইতে সন্ত্রাসী হামলার পর বদলে যায় প্রেক্ষাপট। আইপিএলে আর বিবেচিত হন না পাকিস্তানি ক্রিকেটাররা। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতেও আইপিএলে খেলার স্বপ্ন দেখছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে সেটা পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে নয়।

সম্প্রতি এক সাক্ষাতকারে আমির জানান, সুযোগ পেলে পিএসএল থেকে আইপিএলে বেছে নিতে চান। এবং আগামী বছর সেই সুযোগ হতে পারে বলে তার ধারণা।

মূলত আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। স্ত্রীর সূত্রে খুব শিগগিরই ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন আমির। পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলা না গেলেও ব্রিটিশ পাসপোর্ট নিয়ে। পাকিস্তানি বংশোদ্ভূত হয়েও ব্রিটিশ নাগরিক হিসেবে যেমন আইপিএলে নিয়মিত খেলেন মঈন আলি। খেলেছেন সেকান্দার রাজারা।

এবার আইপিএলের সময়ে চলছে পিএসএল। এই দুই ফ্র্যাঞ্চাইজি আসর কেন্দ্র করে পাকিস্তানের এক গণমাধ্যমে কথা বলেন আমির। সেখানে তিনি বলেন সুযোগ পেলে পিএসএলের বদলে আইপিএল বেছে নেবেন,  'আমি সত্যি করে যদি বলি তাহলে বলব সুযোগ পেলে আইপিএলে খেলব। খোলামেলাভাবেই বলছি। আইপিএলে যদি সুযোগ না পাই তবে পিএসএল খেলব। আশা করি আগামী বছর আইপিএল খেলার সুযোগ পাব। পেলে কেন খেলব না?'

আমির জানান তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেলে আইপিএলে নিলামের জন্য নাম পাঠাবেন। নিলামে বিবেচিত হলে চোখ বন্ধ করে আইপিএল বেছে নেবেন। তবে পিএসএলে যদি আগে থেকে কোন দলে চুক্তি করে ফেলেন তাহলে তৈরি হবে জটিলতা। অবশ্য তার ধারণা আগামী বছর আইপিএলে সময়ে পিএসএল হবে না।

এবার পিএসএলে কোয়াটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আমির।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

1h ago