চট্টগ্রাম টেস্ট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিমের অভিষেক

Tanzim Hasan Sakib
ছবি: ফিরোজ আহমেদ

সিরিজ হার এড়াতে চট্টগ্রামে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাকফুটে থাকা বাংলাদেশ অনুমিতভাবেই এই টেস্টের একাদশে এনেছে তিন বদল। অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। 

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন বছর পর টেস্টে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়, এছাড়া একাদশে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান। সিলেটে প্রথম টেস্টের পর নাহিদ রানা পিএসএল খেলতে যাওয়ায় একটা বদল অবধারিত ছিলো। তার জায়গায় স্পিন শক্তি বাড়ানো হয়। সিলেট টেস্ট খেলা খালেদ আহমেদকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে তানজিমকে। ডানহাতি এই পেসার বাড়তি গতি আদায় করতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। এছাড়া তার ব্যাট করার সামর্থ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। 

২০২২ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা বিজয় ফেরায় একাদশের বাইরে চলে যেতে হয়েছে মাহমুদুল হাসান জয়কে। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে চার সেঞ্চুরিতে করেছেন ৮৭৪ রান। ওয়ানডে সংস্করণ থেকে সরাসরি টেস্টে আসা আদর্শ না হলেও বিজয়কে না ফেরানোর বিকল্প পায়নি বাংলাদেশ দল। 

সিলেট টেস্টে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যাওয়া জিম্বাবুয়েও তাদের একাদশে এনেছে দুই বদল। কিপার ব্যাটার নিয়াশা মায়াভুকে বাদ দিয়ে নেওয়া হয়েছে টাফাডজোয়া সিগাকে। সিলেট টেস্টে উইকেটের পেছনে বেশ নড়বড়ে ছিলেন মায়াভু, ফেলেছেন একাধিক ক্যাচ। এর ফলেই সম্ভবত জায়গা হারালেন তিনি। 

জিম্বাবুয়েও তাদের একাদশে একজন পেসার কমিয়ে বাড়িয়েছে স্পিনার। ভিক্টর নিয়াউচির বদলে তারা খেলাচ্ছে লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেজাকে।  এই তরুণের এটা অভিষেক ম্যাচ। 

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, নিক ওয়েলেচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, টাফাডজোয়া সিগা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।  

Comments

The Daily Star  | English

From chirps to silence

The acrid stench of charred wood and melted plastic still clung to the air as onlookers gathered around the Milestone School and College building in Uttara’s Diabari.

8h ago