পাপনের মেয়াদকালীন সময়ের তথ্য বিসিবির কাছে চেয়েছে দুদক

Nazmul Hasan Papon
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২৬টি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সাত কর্মদিবসের মধ্যে নথিগুলো জমা দেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।

এর আগে দুদকের কর্মকর্তারা বিসিবি অফিসে গিয়ে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময়কালের সম্ভাব্য দুর্নীতির তদন্তে প্রয়োজনীয় রেকর্ডপত্র দেখতে চান বলে জানা গেছে।

চাওয়া নথিগুলোর মধ্যে রয়েছে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজে পরামর্শক নিয়োগ সংক্রান্ত দলিল, নাজমুলের সভাপতিত্বকালে বিসিবির অডিট প্রতিবেদন, আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর মুনাফা ভাগাভাগি থেকে আয় এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ পরিচালনার ব্যয়ের হিসাব।

এছাড়াও বিদেশি কোচ নিয়োগের প্রক্রিয়া ও এ সংক্রান্ত ব্যয়ের নথি, 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০' প্রকল্প এবং সেই সময় আয়োজিত এ আর রহমানের কনসার্টের ব্যয়সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।

পাপন বোর্ড সভাপতির দায়িত্বে থাকাকালে হেলিকপ্টার ব্যবহার করে খেলা দেখার জন্য যে খরচ হয়েছে, তার হিসাবও চেয়েছে দুদক। পাশাপাশি বিসিবির অর্থায়নে বিদেশ ভ্রমণ করা কর্মকর্তাদের তালিকা এবং তার মেয়াদকালে সংঘটিত দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্তের তথ্যও জমা দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago