চা-বিরতির আগে ৩ উইকেট হারিয়ে দুইশো পেরুলো বাংলাদেশ

উইকেটবিহীন প্রথম সেশনে দাপট দেখানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারিয়েছে ৩ উইকেট। তবে এই সেশনেও ইতিবাচক অ্যাপ্রোচ রানের চাকা সচল রাখতে পেরেছে স্বাগতিক দল।
মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। ৯ রান করে মুশফিকুর রহিম ও ২ রান করে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনে ৩১ ওভার ব্যাট করে ১০০ রান তুলে বাংলাদেশ হারায় ৩ উইকেট। জিম্বাবুয়ে থেকে আর মাত্র ২২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
সেশনের একদম শুরুর দিকটায় ফিরে যান এনামুল হক বিজয়। ব্লেসিং মুজাবারানির ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউতে বিদায় নেন তিনি। আরেক পাশে সাবলীল খেলা সাদমান ১৪১ বলে স্পর্শ করেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে আরেকটি জুটি পান সাদমান। সময় নিয়ে থিতু হয়ে মুমিনুল এগুচ্ছিলেন আরেকটির ফিফটির দিকে। কিন্তু চা-বিরতির খানিক আগে গড়বড় করে ফেলেন তিনি। ওয়েলিংটন মাসাকাদজাকে অহেতুক উড়িয়ে মারতে গিয়ে ফেরেন ৬৪ বলে ৩৩ করে।
ঠিক পরের ওভারে অনিয়মিত বোলার ব্রায়ান বেনেটের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন সেঞ্চুরিয়ান সাদমান। ১৮১ বলে ১২০ রান করেন তিনি। দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও দুই অভিজ্ঞ শান্ত ও মুশফিক সহজেই পার করেন সেশনের শেষ কিছু ওভার।
Comments