চেন্নাইকে হারানোর পর দুই দুঃসংবাদ পেল পাঞ্জাব

shreyas Iyer and glenn maxwell

এবার আইপিএলে দারুণ ছন্দে ছুটছে পাঞ্জাব কিংস। ১০ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে তারা। বুধবার দলটি হারায় চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচের পর দুটি খারাপ খবর পেয়েছে উড়তে থাকা পাঞ্জাব।

বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আঙুলের চোটে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, আঙুলে চিড় ধরায় আসরের বাকি অংশ পাওয়া যাবে না ম্যাক্সওয়েলকে।

ম্যাক্সওয়েল অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না। ৬ ম্যাচে মোটে ৪৮ রান করতে পেরেছিলেন তিনি।

দ্বিতীয় খারাপ খবরটি জরিমানা সংক্রান্ত। বুধবার টানটান উত্তেজনার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মন্থর ওভাররেটের সাজা পেয়েছেন শ্রেয়াস আইয়ার। মন্থর ওভাররেটের জন্য পাঞ্জাব অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। চেন্নাইর বিপক্ষে ম্যাচে শ্রেয়াস ৭২ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago