আইপিএল মাতানো সুদর্শনকে টেস্ট দলেও দেখছেন শাস্ত্রী

Sai Sudharsan

এবার আইপিএলে গুজরাট টাইটান্সের সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা রাখছেন সাই সুদর্শন। বাঁহাতি ওপেনার ১০ ম্যাচে পাঁচশো ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের 'অরেঞ্জ ক্যাপ' মাথায় দিয়ে আছেন। কুড়ি ওভারের ক্রিকেটে তো বটেই, দীর্ঘ পরিসরেও সুদর্শনের বিপুল সম্ভাবনা দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

গুজরাটের হয়ে ১০ ম্যাচে এখন অবধি ৫০৪ রান করেছেন সুদর্শন, গড় ৫০.৪০, স্ট্রাইকরেট ১৫৪.১২। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে থাকা সূর্যকুমার যাদব থেকে ২৯ রান বেশি করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রহকের দৌড়ে অনেকটাই এগিয়ে সুদর্শন।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ বলে করেন ৪৮। এই পথে এক মজার রেকর্ডও করেন সুদর্শন। একবারও শূন্য রানে আউট না হয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২ হাজার রান হয়ে যায় তার। এদিন শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে তুলেন ৮৭ রান। এই দুজনের ওপেনিং জুটিতে বড় রান এখন নিয়মিত ঘটনা।

সানরাইজার্সকে ৪৮ রানে হারানোর পর ফর্মের তুঙ্গে থাকা সুদর্শনের কথা আলাদাভাবে বললেন দলের আরেক পারফর্মার জস বাটলার, 'সুদর্শনের তুখোড় এক মাথা। সে দেখাচ্ছে কতটা ভালো সে। খেলাটা সে ভালো বুঝে, নিজের কাজটা করতে পারে। দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে সে প্রাপ্যটা বুঝে নিচ্ছে।'

সুদর্শন খুব এলোপাথাড়ি শট খেলেন এমন না, ক্রিকেটীয় শটেই তুলেন ঝড়। একই কাজ করেন গিলও। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সও এই দুজনের ক্রিকেটীয় শটে এমন ঝড়ে মুগ্ধ।

ক্রিকেটীয় শটে বড় রান বের করতে পারার সামর্থ্যের কারণে সুদর্শনের আরেকটি দিক উন্মোচিত হচ্ছে। এই ২৩ পেরুনো তরুণ নিজের খেলাকে বিকশিত করতে পারেন। ২০২৩ ও ২০২৪ সালে তিনি সারের হয়ে খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট। ইংলিশ কন্ডিশনও ভালোই জানা তার।

এখানেই নতুন সম্ভাবনা দেখছেন শাস্ত্রী। আইপিএলের পর পরই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে যাবে ভারতীয় দল। হেডিংলিতে ২০ জুন শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজে সুদর্শনকে দেখছেন শাস্ত্রী। তার মতে সব সংস্করণেই খেলার সামর্থ্য আছে এই তরুণের, 'আমি এই তরুণ সাই সুদর্শনকে সব সংস্করণে দেখছি। তাকে দেখে নান্দনিক খেলোয়াড় মনে হচ্ছে, আমার চোখ তার দিকে থাকবে নিশ্চিত।'

'বাঁহাতি হিসেবে ইংল্যান্ডে খেলা, ইংলিশ কন্ডিশন জানা এবং তার টেকনিক- আমার মনে হয় বাইরে থেকে কাউকে নিতে হলে তালিকায় সবার উপরের নাম হবে সে।'

Comments

The Daily Star  | English
Remittance Inflow Over A Decade

Remittance in ten months surpasses FY24 total

Remittance inflows in the first ten months of the current fiscal year have already exceeded the total receipts of FY 2023-24, providing a much-needed breather to the economy and easing a severe foreign currency crisis.

12h ago