ভারত এশিয়া কাপ আয়োজন করবে না, অংশও নিবে না!

পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতিতে এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করা এবং অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

গণমাধ্যমটি জানায় আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের ইমার্জিং এশিয়া কাপও বাতিল হয়ে গেছে।

ইন্ডিয়া টুডে জানায়,  বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে  পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ভারত ২০২৫ সালের এশিয়া কাপে অংশ নেবে না এবং এটি আয়োজনও করবে না। চলতি বছর পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা ছিলো ভারত ও শ্রীলঙ্কায়। একই কারণে আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপ বাতিল করা হয়েছে।.

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পুরুষদের এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভায় নেওয়া হবে, যার সভাপতিত্ব করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তবে সূত্র মারফত জানা গেছে, ভারত ইতিমধ্যেই এসিসিকে জানিয়েছে যে তারা টুর্নামেন্টে খেলবেও না এবং এটি আয়োজনও করবে না। ভারতের অংশগ্রহণ ছাড়া এই ইভেন্টটি সম্ভবত বাতিল বা সূচি থেকে একদমই বাদ দেওয়া হতে পারে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে  টি-টোয়েন্টি ফরম্যাটে  এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে নিয়মিত অংশ নিত– ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। ২০২৩ সালে টুর্নামেন্টটির সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ভারত।

টুর্নামেন্টের আর্থিক লাভের সবচেয়ে বড় অংশই আসে ভারতীয় স্পনসর ও সম্প্রচারকদের কাছ থেকে। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই) ২০২৪ সালে এশিয়া কাপের ইভেন্টের মিডিয়া স্বত্ব আট বছরের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছে বলে জানা গেছে। এশিয়া কাপের জন্য এই বছর সেপ্টেম্বরে ১৯ দিনের একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল, যেখানে অন্তত দুটি ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল, এই দুই দলের ফাইনাল হলে সম্প্রচারকদের বিপুল রাজস্ব নিশ্চিত করত। ভারত না খেললে আর্থিক দিক থেকে আসরটি এসিসির কাছে লাভবান হবে না।

এর আগে ভারত, পাকিস্তান আয়োজক থাকলেও টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে বা হাইব্রিড মডেলেও অনুষ্ঠিত হতে দেখা গেছে। এবার সেই পরিস্থিতিও থাকছে না বলে খবরে প্রকাশ।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago