পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

Nahid Rana

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এই দলের সঙ্গে যাচ্ছেন না পেসার নাহিদ রানা। সিরিজে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। তার সঙ্গে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার ন্যাথান কিলিও যাচ্ছেন না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ফাহিম বলেন, 'নাহিদ রানা যাচ্ছেন না। নিজেই নিজের নাম প্রত্যাহার করেছেন। কোচিং স্টাফদের মধ্যে জেমস (প্যামেন্ট) ও ন্যাথান (কিলি)—যারা আমাদের ফিল্ডিং কোচ ও ট্রেনার—তারা যাচ্ছেন না। বাকিরা সবাই প্রস্তুত সফরে অংশ নিতে।'

'শুরুর দিকে আরও কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সফর নিয়ে দ্বিধা ছিল। তবে পরে তারা দেখল, বাকিরা যাচ্ছে, তখন তাদের ধারণা পাল্টে যায় এবং সফরে যেতে রাজি হয়,' যোগ করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

পাকিস্তান সফরের আগে প্রস্তুতি নিতে বর্তমানে আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ দল। সেখানে আজ বুধবার রাতে তারা খেলবে তারা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর আগামী রোববার পাকিস্তানের বিমান ধরবেন ক্রিকেটাররা। আর ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন পেসার মোস্তাফিজুর রহমান।

এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। আর লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। সেখানে ভারত-পাকিস্তানের উত্তেজনার কারণে নিরাপত্তা শঙ্কায় মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল আসরটি। পরে জরুরি ভিত্তিতে বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরেন এই দুই ক্রিকেটার।

'ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন হয়তো তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রভাব ফেলেছে। নাহিদ রানা সম্প্রতি পাকিস্তানে গিয়েছিল, হয়তো নতুন অভিজ্ঞতা থেকেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্য দুইজন হয়তো তেমন পরিস্থিতির মুখোমুখি হতে চাননি, এড়িয়েই গেছেন,' বলেন ফাহিম।

এদিকে, আজই সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে। একদিন পর ৩০ ম্যাচে দ্বিতীয় এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

36m ago