ওয়ানডে থেকে অবসর নিলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিস্ফোরক সব ইনিংসের জন্য পরিচিতি পাওয়া এই তারকা।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ছেড়ে তিনি বিগ ব্যাশ ও কুড়ি ওভারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির দিকে মনোযোগ দেবেন।

২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক ম্যাক্সওয়েলের। অবসর নেওয়া প্রসঙ্গে ৩৬ পেরুনো ম্যাক্সওয়েল বলেন, 'আমি মনে করি একদম শুরুতে আমাকে সময়ের আগে এবং অপ্রত্যাশিতভাবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য গর্বের ছিল। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে।'

'তারপর থেকে, বাদ পড়া, আবার ফিরে আসা, কয়েকটি বিশ্বকাপে খেলা এবং কিছু দুর্দান্ত দলের অংশ হওয়ার মতো উত্থান-পতনের মধ্য দিয়ে আমি যেতে পেরেছি।'

ম্যাক্সওয়েল বলেন ওয়ানডে ক্রিকেট ২০২৭ পর্যন্ত চালিয়ে যাওয়ার অবস্থায় নেই তিনি, তাই দলকে প্রতারণা না করে সরে যেতে চেয়েছেন, 'আমার মনে হচ্ছিলো, কন্ডিশনের সঙ্গে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে আমি যেন দলের সঙ্গে একটু প্রতারণা করছিলাম। আমি (নির্বাচকদের চেয়ারম্যান) জর্জ বেইলির সঙ্গে ভালো করে কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা কী।'

'আমরা ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম এবং আমি তাকে বলেছিলাম, "আমার মনে হয় না আমি সেখানে পৌঁছাতে পারব, এখন সময় এসেছে আমার অবস্থানে থাকা অন্যদের জন্য পরিকল্পনা শুরু করার, যাতে তারা সুযোগ পায় এবং এই অবস্থানকে নিজেদের করে নিতে পারে।" আশা করি তারা এই ভূমিকা ধরে রাখার জন্য যথেষ্ট সুযোগ পাবে।'

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড় আর অবিশ্বাস্য ১২৬.৭০ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের  ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা। লোয়ার অর্ডারে ব্যাট করা ম্যাক্সওয়েল ৪ সেঞ্চুরি আর ২৩ ফিফটি করেছেন। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে ৯১টি ক্যাচও আছে তার।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago