গল টেস্ট

দারুণ ব্যাটিংয়ে শান্তর সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে জ্বলে উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট। দুর্দান্ত ব্যাটিং করে চাপে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করেছেন; তার সঙ্গে নিজেও ছুঁয়েছেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগার। টেস্ট ক্যারিয়ারে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। 

সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনারের বিদায়ের পর মাঠে নামেন শান্ত। তার পরপরই হারান উইকেট সেট হয়ে যাওয়া অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হককে। তবে আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমকে নিয়ে শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক।

১০৭ বলে ফিফটি স্পর্শ করা শান্ত শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁয়েছেন ২০২ বলে। এই সেঞ্চুরির পথে ১১টি চারের সঙ্গে একটি ছক্কা মেরেছেন অধিনায়ক। প্রভাত জয়াসুরিয়ার বলে ফাইন লেগে ঠেলে শতরান স্পর্শ করেন। দেড় বছরেরও বেশি সময় পর আবার সেঞ্চুরি পেলেন তিনি। এর আগে ২০২৩ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ শতরান করেছিলেন অধিনায়ক।

শ্রীলঙ্কাতেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও সেই মাঠ ছিল পাল্লেকেলেতে। তবে আগের দিন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সেই সুখস্মৃতির কথা বলেছিলেন। সেই স্মৃতির ধারবাহিকতায় এবার পেলেন আরও একটি।

একই সঙ্গে মুশফিকের সঙ্গে গড়েছেন দুইশত রানের জুটি। এই জুটিতেই প্রথম ইনিংসে বড় পুঁজির স্বপ্ন দেখছে বাংলাদেশ। দলীয় ৪৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল টাইগাররা। এরপর শান্ত-মুশফিকের জুটিই পথ দেখায় বাংলাদেশকে।

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

14m ago