নিসাঙ্কাকে ফেরালেও অস্বস্তিতে বাংলাদেশ

এক প্রান্তে উইকেট পেলেও দারুণ ব্যাটিংয়ে অপর প্রান্ত আগলে রেখেছিলেন পাথুম নিসাঙ্কা। তিন অঙ্ক ছোঁয়ার পর প্রায় পেয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরিও। তাতে দুশ্চিন্তার ভাঁজ ক্রমেই বড় হচ্ছিল টাইগারদের। তবে অবশেষে নতুন বল নিয়ে তাকে ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। কিন্তু তারপরও স্বস্তিতে নেই বাংলাদেশ।

বৃহস্পতিবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে শ্রীলঙ্কা। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে দলটি। নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিসাঙ্কাকে ফেরালেও বাংলাদেশের জন্য বর্তমান দুশ্চিন্তা কামিন্দু মেন্ডিস। দুই দলের সবশেষ সিরিজে এই কামিন্দুই ঘরের মাঠে বাংলাদেশকে নাস্তানুবাদ করে ছেড়েছেন। উইকেটে সেট হয়ে এই ব্যাটার আছেন ৩৭ রানে। তার সঙ্গে টিকে গেছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও। ব্যাটিং করছেন ১৭ রানে। এরমধ্যেই তাদের জুটি ছাড়িয়েছে ৩৭ রানে। 

মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ানো নিসাঙ্কাকে দ্বিতীয় নতুন বল নিয়ে ফেরায় বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্য পান হাসান মাহমুদ। তার স্টাম্পে রাখা বল কিছুটা দেরিতে শট নিতে গিয়ে বোল্ড হয়ে যান নিসাঙ্কা। তবে আউট হওয়ার আগে খেলেন ১৮৭ রানের ইনিংস। যা সাজিয়েছেন ২৫৬ বলে ২৩টি চার ও ১টি ছক্কায়।

এর আগে সকালে বাংলাদেশকে অলআউট করার পর এদিন নতুন ওপেনিং জুটি নামায় লঙ্কানরা। প্রায় সাড়ে ২৯ বছর পর এদিন শ্রীলঙ্কার ইনিংস উদ্বোধন করতে নামেন দুই ডানহাতি ব্যাটার পাথুম নিসাঙ্কা ও অভিষিক্ত লাহিরু উদারা। সবশেষ লঙ্কান দলে এমনটা দেখেছিল ১৯৯৫ সালে। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের গোড়াপত্তন করেছিলেন দুই ডানহাতি ব্যাটার ছিলেন রোশান মহানামা ও চান্দিকা হাথুরুসিংহে।

নতুন ওপেনিং জুটি শুরুটাও ভালো করে। ৪৭ রানের জুটির পর তা ভাঙেন তাইজুল ইসলাম। লেগ-মিডল স্টাম্পে রাখা দারুণ এক ফ্লাইটেড ডেলিভারিতে অভিষিক্ত উদারাকে ফেরান তাইজুল ইসলাম। লেগে ঘুরাতে চেয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ বলে ছয়টি চারে ২৯ রান করা উদারা।

এরপর দীনেশ চান্দিমালকে নিয়ে বাংলাদেশের হতাশা বাড়াতে থাকেন নিসাঙ্কা। শেষ পর্যন্ত চান্দিমালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। তার লেগ স্টাম্পের বাইরে বলে পা বাড়িয়ে ডিফেন্স করতে গেলে চান্দিমালে ব‍্যাটের কানা ছুঁয়ে লেগ স্লিপে ক্যাচ চলে যায় সাদমান ইসলামের হাতে। তাতে ভাঙে ১৫৭ রানের জুটি।

এরপর উইকেটে আসেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে গার্ড অব অনার দেন বাংলাদেশের ক্রিকেটার ও আম্পায়াররা। খেলছিলেনও দারুণ। তবে পার্ট-টাইম স্পিনার মুমিনুল হকের বাড়তি বাউন্সের বল ম‍্যাথিউসের ব‍্যাটের কানা ছুঁয়ে চলে যায় লিটন দাসের গ্লাভসে। ৬৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন ম‍্যাথিউস।

সকালে আগের দিনের ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন টিকতে পেরেছে কেবল ১৬ বল। তাতে আর ১১ রান যোগ করতে পারে টাইগাররা।  নাহিদ রানাকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।

Comments

The Daily Star  | English

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concerns for his and family’s safety as protesters besiege his Dhaka home

Now