টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি

জয়সওয়াল-গিলের পাশাপাশি হেডিংলিতে আরও সেঞ্চুরি দেখছেন শচীন-সৌরভ

shubman gill and rishabh pant

নতুন অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে নতুন আদলে টেস্টে নেমে দারুণ শুরু পেয়েছে ভারত। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে তারা। সেঞ্চুরি করেছেন ওপেনার যশভি জয়সওয়াল ও অধিনায়ক গিল। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি বলছেন, প্রথম ইনিংসে আরও সেঞ্চুরি হবে। তারা মনে করিয়ে দিয়েছে ২০০২ সালের সুখস্মৃতি।

শুক্রবার প্রথম দিনে  ৩ উইকেটে ৩৫৯ রান তুলে ভারত। জয়সওয়াল করেন ১০১ রান। ১২৭ রানে অপরাজিত আছেন গিল। ৬৫ রানে ব্যাট করছেন পান্ত।

দারুণ এই দিনের পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন শচীন,  'লোকেশ রাহুল ও যশভি জয়সওয়াল একটা শক্ত ভিত্তি আনার পর খুব ভালো দিন গেল। জয়সওয়াল ও গিলকে অভিনন্দন সেঞ্চুরির জন্য। রিশভ পান্তের অবদানও সমান গুরুত্বপূর্ণ।'

২০০২ সালে হেডিংলিতে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরি পেয়েছিল ভারত। শচীন, সৌরভ আর রাহুল দ্রাবিড় করেছিলেন শতক। ভারতও জিতেছিলো। ২৩ বছর আগের সেই স্মৃতিতে ফিরে গেলেন মাস্টার ব্যাটার, 'ভারতের ব্যাটিং আমাকে ২০০২ সালের হেডিংলির কথা মনে করিয়ে দিল। যখন রাহুল (দ্রাবিড়), সৌরভ গাঙুলি, ও আমি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলাম ও টেস্ট জিতেছিলাম। আজ যশভি ও শুবমান তাদের কাজটা করেছে। তৃতীয় সেঞ্চুরিটা এবার কে করবে?'

এক্স একাউন্টে শচীনের এই পোস্টেই মন্তব্য করেন সৌরভ। সৌরভের ধারণা সেঞ্চুরি হবে চারটি এবং উইকেট আরও ভালো, 'হাই চ্যাম্প...এই উইকেটে চারটা হতে পারে। পান্ত এবং হয়ত করুন...২০০২ সালের প্রথম দিনের থেকেও এই সারফেস ভিন্ন লাগছে।'

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

14h ago