ছিটকে যাওয়া পান্তের বদলির নাম জানালো ভারত

Rishabh Pant

ডান পায়ে চিড়  ধরার পর রিশভ পান্তের ছিটকে পড়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে দলের ভীষণ প্রয়োজন হলে ব্যাট করতে নামাতে পারেন বলে আনুষ্ঠানিক ঘোষণা আগে দেয়া হয়নি। স্মরণীয় ড্রয়ের পর এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানালো দেশে ফিরে যাচ্ছেন পান্ত, শেষ টেস্টের জন্য তার বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন এন জাদিশান।

ভারতীয় নির্বাচকরা আনুষ্ঠানিকভাবে পান্তের বদলি হিসেবে তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটার এন জগাদিশানের নাম জানিয়ে দিয়েছেন।

ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় ক্রিস ওকসের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে বুটে আঘাত পান পান্ত। এরপর তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং সেদিন সন্ধ্যায় স্ক্যান পরীক্ষায় ফ্র্যাকচার নিশ্চিত করা হয়। এই চোটে পান্তকে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।

চোট গুরুতর হওয়া সত্ত্বেও, জনমনে ব্যাপক বিস্ময় সৃষ্টি করে পান্ত পরের দিন তার ইনিংস পুনরায় শুরু করেন এবং আউট হওয়ার আগে অর্ধশতকও করেন। মূলত কেবল দাঁড়িয়ে থেকে দলে অবদান রাখতে  চেয়েছিলেন তিনি।

ভারতের দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাটিং করতে হয়নি কারণ শুবমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ম্যাচটি  ড্র হয়।

ম্যানচেস্টারে ড্রয়ের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পান্তের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেন, 'একটা কথা আমি বলতে চাই, এই দলের চরিত্র এবং ভিত্তি রিশভ দল এবং দেশের জন্য যা করেছে তার উপর নির্মিত হবে। তার জন্য যত প্রশংসাই করা হোক না কেন তা যথেষ্ট নয়, বিশেষ করে ভাঙা পা নিয়ে ব্যাটিং করা। অতীতে খুব বেশি লোক এমনটা করেনি। এবং সে নিজের হাত তুলেছিল, আর তাই আমি বলি যত প্রশংসাই করা হোক না কেন - আমি এখানে বসে ঘণ্টার পর ঘণ্টা এটা নিয়ে কথা বলতে পারি। আমি মনে করি ভবিষ্যতের প্রজন্ম এ নিয়ে কথা বলবে।'

'এটা দুর্ভাগ্যজনক কারণ সে যে ফর্মে ছিল। তবে আবারও, সে টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবং আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দ্রুত ফিরে আসবে।'

চতুর্থ টেস্টের আগে, ভারতকে আকাশ দীপ (কুঁচকিতে চোট), আর্শদীপ সিং (আঙুলে চোট) এবং নীতিশ রেড্ডি (হাঁটুতে চোট) এর চোট নিয়েও ভাবতে হয়েছিল। নীতিশকে সিরিজ থেকে বাদ দেওয়া হলেও, ভারত নিশ্চিত করেছে যে আকাশ দীপ এবং আর্শদীপ সিং দুজনেই লন্ডনে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য এভেইলেবল।

পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, আনসোল কাম্বোজ, আর্শদীপ সিং, এন জগাদিশান (উইকেটরক্ষক)।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago