বিশাল জয়ের পর বলের মান নিয়ে প্রশ্ন তুললেন গিল

প্রথম টেস্টে শক্ত অবস্থানে থেকেও হেরে যাওয়া ভারত এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দাপুটে ক্রিকেট খেলে পেয়েছে বিশাল জয়। অধিনায়ক শুবমান গিল একাই এই টেস্টে করেছেন ৪৩০ রান, গড়েছেন রেকর্ড। তবে পাঁচ দিনে হয়েছে ১৬৯২ রান। এতে বোঝা যায় বোলারদের খাটতে হয়েছে কতটা। নিজে ব্যাটার হলেও বোলারদের আরেকটু সাহায্য থাকার আকুতি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যে ধরণের বল দিয়ে খেলা হচ্ছে তা দ্রুত নরম হয়ে যাচ্ছে বলে মত তার।
রোববার রাতে শেষ দিনে ভারত ৩৩৬ রানের বড় জয় পায়। ৬০৮ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে ইংল্যান্ড থামে ২৭১ রানে।
এই টেস্টে প্রথম ইনিংসে ৫৮৭ করে ভারত, জবাবে ৪০৭ তুলে ইংল্যান্ড। ভারত আরও ৪২৭ তুলে ম্যাচ নিজেদের কাছে নিয়ে যায়।
গিল প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬১ রানের ইনিংস। একই টেস্টে আড়াইশ ও দেড়শো পেরুনো ইনিংস খেলা ইতিহাসের প্রথম ব্যাটার হন তিনি।
ব্যাটিংয়ে এত অর্জনের পেছনে ভূমিকা আছে পিচের। ম্যাচ জিতে গিল জানালেন পিচের থেকেও ডিউক বল নিয়ে বিপদে পড়েছেন বোলাররা, 'বোলারদের জন্য কাজটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ছে। পিচের চেয়েও বেশি সমস্যা হচ্ছে বল নিয়ে—অত্যন্ত দ্রুত বল নরম হয়ে যাচ্ছে আর আকারও হারিয়ে ফেলছে। ঠিক কী কারণে এমন হচ্ছে—আবহাওয়া, পিচ না অন্য কিছু—আমি জানি না। কিন্তু এই অবস্থায় বোলারদের জন্য উইকেট পাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।'
'একটি দল হিসেবে যখন আপনি জানেন উইকেট পাওয়া কঠিন আর রান অনায়াসে উঠে যাচ্ছে, তখন অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'
সিরিজ এখন ১-১ সমতায়। গিলের প্রত্যাশা বাকি তিন টেস্টে বলের ব্যাপারে যেন নেওয়া হয় একটা সিদ্ধান্ত। বোলারদের যেন থাকে কিছুটা সহায়তা, 'আমার মনে হয় অন্তত কিছুটা সহায়তা থাকা উচিত। যদি বল কিছু করে, তাহলে খেলা উপভোগ্য হয়। কিন্তু যদি জানেন শুরুতেই মাত্র ২০ ওভার বল কিছু করবে, এরপর পুরো দিন কেবল রান ঠেকানোর পরিকল্পনা করতে হবে, তাহলে খেলাটার মূল আনন্দটাই হারিয়ে যায়।'
Comments