টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস ভাগ্য সঙ্গে যায়নি বাংলাদেশের। টস জিতে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। আগে ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

প্রায় তিন বছর পর বাংলাদেশ জাতীয় দলের সীমিত ওভারের সংস্করণে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ওয়ানডেতে সুযোগ না হলেও ফিরেছেন টি-টোয়েন্টি। একাদশে আছেন তিনি। তার সঙ্গে প্রায় এক বছর পর ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন একাদশে।

বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তির নয়। শেষ ১৫টি টি-টোয়েন্টির মধ্যে ১১টিতেই হার দেখেছে টাইগাররা। আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ছয় ম্যাচের মধ্যে হার চারটিতে। তার উপর সদ্যই দেশটির সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ।

সব নজর এখন লিটনের দিকেই। অধিনায়ক হিসেবে তাঁর পথচলা এখনও শুরুর পর্যায়ে। দায়িত্ব নেওয়ার পর দুই মাস কেটে গেলেও এখনো কোনো ফিফটি পাননি ডানহাতি এই ব্যাটার। শেষ ১২টি টি-টোয়েন্টিতে তাঁর গড় মাত্র ১৮.১৬। এমনকি কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডের পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, ভিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago