চোট পেয়ে পান্তের মাঠ ছাড়ায় দুশ্চিন্তায় ভারত

Rishabh Pant

এই টেস্টে রিশভ পান্ত খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো। কারণ প্রথম টেস্টে চোট পেয়ে কিপিং করতে পারছিলেন না। যদিও ফিট হয়েই ফেরেন, ব্যাট হাতেও তাকে দেখা যাচ্ছিলো সাবলীল। তবে থিতু থাকা ব্যাটার ক্রিস ওকসের বলে উচ্চ-বিলাসী রিভার্স সুইপের চেষ্টায় পায়ের মাথায় মারাত্মক চোট পেয়েছেন, তাকে মেডিকেল গাড়িতে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়েছে।

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের প্রথম দিনে ৬৮তম ওভারের চতুর্থ বলে ক্রিস ওকসের করা একটি ফুল ডেলিভারি তার ডান পায়ে আঘাত হানে। পান্ত চেষ্টা করেছিলেন রিভার্স করতে, বল ব্যাটে নিতে না পারায় তা আঘাত হানে বুটের এক পাশে। এ সময় ভারতের সহ-অধিনায়ক বেশ আঘাতপ্রাপ্ত হন।

পরে  পান্তকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় মেডিকেল দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। পান্তের আঘাতের সময় অন্য প্রান্তে ছিলেন সাই সুদর্শন। তিনি বলেন, 'সে অবশ্যই প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলো, স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। সম্ভবত আগামীকাল তথ্য পাব।'

পান্ত এই টেস্টে খেলতে না পারলে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে ভারতকে। এটা অনেক বড় এক ক্ষতি হবে এমন হলে, 'অবশ্যই (সে বাদ পড়লে এটি একটি বড় ক্ষতি হবে), কারণ সে আজ বেশ ভালো ব্যাট করছিল। এছাড়াও, যদি সে আবার ফিরতে না পারে, তাহলে আমরা একজন ব্যাটসম্যান হারাবো। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং লম্বা সময় ধরে ব্যাটিং করব যাতে আমরা এই ক্ষতি খুব ভালোভাবে সামলাতে পারি।'

ভারতের স্কোয়াড ইনজুরির সমস্যায় জর্জরিত। পেস বোলার আকাশ দীপ (কুঁচকি) এবং আর্শদীপ সিং (আঙুল) এই টেস্ট থেকে বাদ পড়েছেন চোটের কারণেই। যার ফলে আনসোল কাম্বোজকে ডেকে এনে অভিষেক করানো হয়। পান্ত নিজেও লর্ডসে পাওয়া আঙুলের ইনজুরি থেকে সবেমাত্র সেরে উঠেছিলেন, আবার পড়লেন চোটে।

পান্ত যখন আহত হয়ে অবসর নেন, তখন তিনি ৪৮ বলে ৩৭ রান করে ব্যাটিং করছিলেন। চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ভারত তখন ছিল ৩ উইকেটে ২১২ রান। দিনের খেলা শেষে তারা ৪ উইকেটে ২৬৪ রান তুলেছে।

Comments

The Daily Star  | English

Cashless society still a distant dream

Bangladesh’s goal of a cashless future is colliding with failed projects, user mistrust, and an economy that thrives on cash

15h ago