‘মিরপুরে খেলে অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার ব্যাটার হিসেবে ডাউন হয়ে গেছে’

২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মূলত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অতি টার্নিং উইকেট বানিয়ে সফলতা আদায় করেছিল তারা। বোলারদের বিশেষ করে স্পিনারদের জন্য সহায়ক হলেও ব্যাটারদের জন্য পিচ ছিল যেন রীতিমতো বধ্যভূমি!
সেসময় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেছিলেন, ব্যাটারদের রানখরা নিয়ে প্রশ্ন না তোলা উচিত। তার দৃষ্টিতে, অমন মন্থর উইকেটে কোনো ব্যাটার ১০-১৫টি ম্যাচ খেললে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে! প্রায় চার বছরের ব্যবধানে সেই প্রসঙ্গ ফের উঠে এসেছে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে লিটন দাস কথা বলেছেন একই সুরে। সঙ্গে রসিকতা করেছেন, বোলার হলে এই উইকেটে খেলে ক্যারিয়ারে উন্নতি করতে পারতেন।
শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, 'আমিও একমত! (এখানে খেলে) অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার ব্যাটার হিসেবে ডাউন (নিচু) হয়ে গেছে। আমি যদি বোলার হতাম, হয়তো আমার ক্যারিয়ারেরও বিল্ড-আপ (উন্নতি) হতো ওই উইকেটে খেললে (হাসি)। অবশ্যই দল হিসেবে বাংলাদেশ উন্নতি করেছে, (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুটি) সিরিজ জিতেছিল। বিশাল প্লাস পয়েন্ট। তবে একই সময়ে ব্যাটারদের জন্য আবার (অভিজ্ঞতা) খারাপ ছিল। আমার মনে হয় না, ওই জিনিসের পুনরাবৃত্তি হবে। উইকেট দেখে ভালো মনে হয়েছে। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে।'
এবারের সিরিজের উইকেট যতটুকু দেখেছেন, সেটার ভিত্তিতে ডানহাতি ব্যাটার যোগ করেছেন, 'প্রথমত, ব্যাটারদের যে সব সময় সমস্যা হয় তা না। স্পষ্ট করে দেই, নির্দিষ্ট দুটি সিরিজে ব্যাটারদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, স্পিনারদের বল স্পিন করে। ব্যাটাররা রান করে না তা না, রানও হয়। পেস বোলাররা সাহায্য পায়। স্পোর্টিং উইকেট এটা। দুই দলের জন্যই সমান থাকবে, এমন না আমরা শুধু সুবিধা পাব। তাদেরও পেস বোলার আছে, স্পিনার আছে, ব্যাটার আছে। ভালো ক্রিকেট খেলতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি। এর মধ্যে একটি আবার ২০২৩ সালের এশিয়ান গেমসে। ওই আসরে কোনো দলই মূল খেলোয়াড়দের নিয়ে অংশগ্রহণ করেনি। সেটা বাদ দিলে বাংলাদেশ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে শেষবার হারিয়েছিল ২০১৬ সালের মার্চে। মিরপুরে এশিয়া কাপের ওই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টাইগাররা।
আগামীকাল মাঠে গড়াচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
Comments