ক্রলির আচরণকে অতি নাটকীয় বললেন রাহুল

তখন শেষ বিকেলের খেলা। ভারতের ইনিংস গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের খেলার জন্য বাকি ছিলো স্রেফ দুই ওভার। তবে ওই দুই ওভারও যেন পুরোটা খেলতে না হয় সেজন্য কত কসরতই না করলেন জ্যাক ক্রলি। তার সময় অপচয়ের চেষ্টা নিয়ে ভারত অধিনায়ক শুবমান গিল রাগান্বিতও হয়ে যান। দিনের খেলা শেষে এই ঘটনাকে অতি নাটকীয় বললেন সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল।

যখন ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৮৭ রানের স্কোরে তাদের প্রথম ইনিংস শেষ করে, তখন ম্যাচে দুই ওভার বাকি ছিল। কিন্তু ওপেন করতে নেমে ক্রলি দুইবার স্ট্যান্স থেকে বেরিয়ে সময় নষ্ট করলেন। তারপর গ্লাভসে সামান্য বল লাগতেই ডেকে আনেন ফিজিও। এতে আরও কিছুটা সময় চলে যায়। এতে করে দুই ওভারের বদলে কেবল এক ওভার করার সুযোগ পায় ভারত।

এই কাণ্ড-কারখানায় উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। স্কাই স্পোর্টসের সম্প্রচারে শোনা যায় গিলের ক্ষুব্ধ ভাষা, এবং দিনের শেষে ক্রলি ও গিল একে অপরের দিকে তীর নিক্ষেপ করতে থাকলেন। বাক্য বিনিময় করেন বেন ডাকেটও।

এই প্রসঙ্গে ইংল্যান্ডের বোলিং কোচ টিম সাউদির ব্যাখ্যা, 'আমি নিশ্চিত নই তারা (ভারত) কেন বিরক্ত। গিল তো আগের দিন ম্যাসাজ করছিল মাঠেই। এটাই খেলার নিয়ম—থ্রিল ধরে রাখার একটা উপায়।'

লর্ডসে আরও একবার সেঞ্চুরি করা রাহুল বিষয়টি নাটক মনে করেছেন, 'শেষ ছয় মিনিটে দুই ওভার খেলা উচিত ছিল, সহজ বিষয়—এটা (ক্রলির সময় নষ্ট ছিল একটু অতি নাটকীয়।'

সাবেক ইংলিশ তারকা ও বিশ্লেষক মাইকেল ভন বললেন, 'এটা সবচেয়ে ভালো টাইম ওয়েস্টিং দেখলাম—নাটকীয়তা ও উত্তেজনার এক অভিজাত মিশ্রণ।'  সাধারণ টেস্টের শেষ বিকেল ব্যাটারদের জন্য হয় কঠিন। এই সময় উইকেট ধরে রেখে কোনমতে দিন শেষ করতে চায় ব্যাটিং দল। 

প্রথম দুই টেস্টের পর ১-১ সমতা নিয়ে লর্ডসে আসে ভারত-ইংল্যান্ড। তৃতীয় দিন পর্যন্ত দুই দল পাল্লা দিচ্ছে সমান তালে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ঠিক ৩৮৭ রান করেছে ভারত। শেষ দুই দিনে এই টেস্টে অপেক্ষা করছে রোমাঞ্চের।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal gaps, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

1h ago