রেকর্ড ভাঙতে না পারলেও গাভাস্কারের বিশেষ উপহার পেলেন গিল

ওভালে শুবমান গিলের সামনে ছিলো চারটি রেকর্ড ভাঙার হাতছানি। একটি রেকর্ড ভাঙলেও অধরা রয়ে গেছে বাকি তিনটি। এরমধ্যে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক সিরিজে সুনীল গাভাস্কারের সর্বোচ্চ রানের রেকর্ডের খুব কাছে গিয়ে থেমেছেন তরুণ ভারতীয় অধিনায়ক। তাতেই গাভাস্কার নিজে ছুটে এসে সম্মানিত করে গিলকে দিয়েছেন উপহার।
ওভালে উত্তেজনাপূর্ণ তৃতীয় দিনের খেলার পর এক হৃদয়স্পর্শী মুহূর্তে গাভাস্কার তরুণ এই ক্রিকেটারের হাতে নিজের স্বাক্ষরিত একটি টুপি ও জার্সি তুলে দেন। যা সিরিজে তার পারফরম্যান্সের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য সম্মাননা।
A wholesome moment between Shubman Gill & Sunil Gavaskar #SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings | @ShubmanGill pic.twitter.com/2wYhLiMCAR
— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2025
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির এই পাঁচ টেস্টের ১০ ইনিংসে গিল মোট ৭৫৪ রান করেন। এক সিরিজে গাভাস্কারের ৭৭৪ রান থেকে মাত্র ২০ রান দূরে ছিলেন তিনি।
তবে ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানে গাভাস্কারকে ছাড়িয়ে গেছেন গিল। ওভালে সেঞ্চুরি করতে পারলে গাভাস্কারের পাশাপাশি স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যেতে পারতেন গিল। প্রথম কোন অধিনায়ক হিসেবে এক সিরিজে পাঁচ সেঞ্চুরি হয়ে যেত তার।
তবে ওভালে ২১ ও ১১ রান করেন গিল। তবে আগের চার টেস্টে একটি ডাবল সেঞ্চুরিসহ চার সেঞ্চুরি নিজেকে অন্য উচ্চতায় তুলেন প্রথমবার অধিনায়কত্ব করা গিল।
গিলের কাছে উপহার নিয়ে ছুটে গিয়ে সাবেক ভারতীয় ব্যাটার গাভাস্কার বলেন, 'এটা আমার একটি ছোট টুপি, যা আমি খুব কম মানুষকে দিই।' দুর্দান্ত নৈপুণ্যের জন্য গিলকে প্রশংসা করে বার্তা দেন এই কিংবদন্তি।
পরে উপস্থাপিকা সঞ্জনা গণেশন এবং চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেন, গিল রেকর্ড ভাঙবেন জেনেই তিনি উপহার এনেছিলেন, 'হ্যাঁ, এটা ঠিক যে সে আমার রেকর্ড ভাঙবে, এই অনুমান থেকে আমি তার জন্য কিছু একটা এনেছিলাম। তবে এসবই ঈশ্বরের হাতে। কিন্তু ৭৫৪ রান, এটা দুর্দান্ত। পার্থক্য হলো, এই ৭৫৪ রান এসেছে তার কাঁধে অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব থাকা অবস্থায়।'
'আমার ক্ষেত্রে, আমি ছিলাম দলের সবচেয়ে জুনিয়র সদস্য। আমি ব্যর্থ হলেও তাতে কিছু যায় আসত না, কেউ সেদিকে মাথা ঘামাতো না। কিন্তু অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করা... ৭৫০ রানেরও বেশি, যেখানে সে তার দলের ভাগ্যে পরিবর্তন এনেছে। সেই ২০ রানের ব্যবধান নিয়ে ভাববেন না, শুধু দেখুন এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছে।'
শেষ টেস্টে ইংল্যান্ডের সামনে ভারত ৩৭৪ রানের একটি কঠিন লক্ষ্য দিয়েছে। রান তাড়ায় তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এই টেস্ট জিততে পারলে সমতা রেখে দেশে ফিরতে পারবে।
Comments