ভারতকে স্মরণীয় টেস্ট জিতিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে সিরাজ-প্রসিধ

Mohammed Siraj and Prasidh Krishna

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর ভারতীয় পেসারদের র‍্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে ম্যাচ সেরা মোহাম্মদ সিরাজ এগিয়েছেন ১২ ধাপ, পার্শ্ব নায়ক প্রসিধ কৃষ্ণের উন্নতি হয়েছে ২৫ ধাপ।

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় ওভাল টেস্টের বড় প্রভাব। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ভারতের পেসার সিরাজ এবং প্রসিধ যথাক্রমে ৬৭৪ এবং ৩৬৮ পয়েন্ট নিয়ে তাঁদের ক্যারিয়ারের সেরা রেটিং অর্জন করেছেন।

এই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' সিরাজ সর্বশেষ আইসিসি পুরুষ টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ উপরে উঠে এখন ১৫তম স্থান দখল করেছেন। অপরদিকে, এই টেস্টে আট উইকেট নিয়ে জয়ে অবদান রাখা কৃষ্ণ ২৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন। টেস্টে দুজনেই এখন নিজেদের সেরা অবস্থানে।

এদিকে ম্যাচ হারলেও ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন এবং জশ টাং-ও ওভাল টেস্টে আটটি করে উইকেট নিয়ে তাদের ক্যারিয়ারের সেরা অবস্থান অর্জন করেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন, আর টাং ১৪ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আছে প্রভাব।  ওভাল টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশভি জয়সওয়াল তিন ধাপ এগিয়ে ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে রান তাড়ায় নেমে সেঞ্চুরি করা অপর দুই ব্যাটসম্যান জো রুট এবং হ্যারি ব্রুক আইসিসি পুরুষ টেস্ট ব্যাটার র‍্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজ থেকে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। তার সতীর্থ ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

টি-টোয়েন্টি

কুড়ি ওভারের কয়েকটি খেলাও ছিলো গত সপ্তাহে। তাতে অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে চলে এসেছেন। অন্যদিকে, ফ্লোরিডায় দারুণ পারফরম্যান্সের পর পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ২৫ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারি জেসন হোল্ডার ২৩ ধাপ উন্নতি করে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ে কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে ৩২তম স্থানে আছেন।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago