রাবাদাকে হারিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ঠিক এক ঘণ্টা আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। দলের পেস আক্রমণের ভরসা কাগিসো রাবাদা চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।
সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত খেললেও সোমবারের স্ক্যানে ধরা পড়া প্রদাহজনিত সমস্যার কারণে সিরিজ শুরুর মাত্র এক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েন রাবাদা। এরপরই মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে সিরিজ থেকে বাদ দেওয়া হয়। ফলে কেয়ার্নসে প্রথম ওয়ানডেতে নামতে হয়েছে তাকে ছাড়াই।
তবে রাবাদা অস্ট্রেলিয়া সফরেই দলের সঙ্গে থাকবেন এবং সেখানেই শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া।
রাবাদার জায়গায় সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী বামহাতি পেসার কুয়েনা মাফাকা, যিনি সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করে নজর কেড়েছিলেন। তবে কেয়ার্নসে প্রথম ওয়ানডেতে তাকে একাদশে রাখা হয়নি।
অভিজ্ঞ লুঙ্গি এনগিডি নেতৃত্ব দিচ্ছেন প্রোটিয়া পেস আক্রমণকে। তার সঙ্গে রয়েছেন অফ-স্পিনার প্রেনেলান সুব্রায়েন, যিনি অভিষেক করেছেন এই ম্যাচেই। সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা।
Comments