হাসারাঙ্গাকে নিয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কা

তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৬ সদস্যের এই স্কোয়াডের নেতৃত্ব দেবেন ব্যাটিং অলরাউন্ডার চারিথ আসালঙ্কা।
জিম্বাবুয়ের সঙ্গে শুরু হওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ও পরবর্তী তিনটি টি-টোয়েন্টি থেকে বাদ ছিলেন হাসারাঙ্গা। সেই কারণে এশিয়া কাপের জন্য তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে মহাদেশীয় এই আসরে তাকে ফিরিয়ে আনে তারা।
জুলাই মাসে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং আঘাত পেয়েছিলেন হাসারাঙ্গা এবং এর পর থেকে কোনো ম্যাচে খেলেননি। তিনি দলে ফেরায় অক্যাপড স্পিনার বিশেন হালামবাগেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে অলরাউন্ডার দুশান হেমান্থা স্কোয়াডে জায়গা পাননি।
সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বর ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে এবারের আসর। শ্রীলঙ্কা রয়েছে গ্রুপ বি-তে। তবে তাদের মিশন শুরু হবে ১৩ সেপ্টেম্বর। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। পরের ম্যাচগুলো খেলবে হংকং এবং আফগানিস্তানের সঙ্গে যথাক্রমে ১৫ ও ১৮ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কার এশিয়া কাপ ২০২৫ স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুবানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, দুশমন্ত চমিরা, বিনুরা ফার্নান্দো, নুবান থুশারা ও মথিশা পাথিরানা।
Comments