টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পাঁচ পরিবর্তন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি আগে বোলিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাচদের মুখোমুখি হচ্ছে স্বাগতিক টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ দল সবশেষ টি-টোয়েন্টি থেকে (গত মাসে পাকিস্তানের বিপক্ষে) একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ নেই এই সিরিজের দলে। আর দলে থাকলেও একাদশে জায়গা হয়নি শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
দুই বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নামছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে পাঁচটি টি-টোয়েন্টিতে দেখা গেছে তাকে। লাল-সবুজ জার্সিতে সবশেষ তিনি এই সংস্করণে খেলেছিলেন ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে।
ওই আসরে অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মূল দলের হয়ে শেষবার সাইফকে দেখা গিয়েছিল প্রায় চার বছর আগে, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে।
সাইফের পাশাপাশি একাদশে ফিরেছেন আরও চারজন। তারা হলেন ওপেনার পারভেজ হোসেন ইমন, মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়, লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
ডাচদের বিপক্ষে সিরিজটি আয়োজন করা হয়েছে এশিয়া কাপের প্রস্তুতির জন্য। তবে এই সিরিজের সময় এশিয়া কাপের কথা মাথায় আনতে চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার সব মনোযোগ আপাতত নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় নিয়ে।
২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচবার পরস্পরকে মোকাবিলা করেছে দুই দল। বাংলাদেশের চারটি জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের জয় একটি। দল দুটির মধ্যে এটি স্রেফ দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ, বাংলাদেশের মাটিতে প্রথম।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডসের একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গল।
Comments