নিয়মরক্ষার ম্যাচে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখবে বাংলাদেশ?

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় দুই জয়ে সহজেই সিরিজ জেতা হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচটা তাই কেবল নিয়মরক্ষার। এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতিমূলক এই সিরিজে শেষটাই তাই একাদশে একাধিক বদলের সম্ভাবনা প্রবল।
ডাচদের বিপক্ষে সিরিজটি আয়োজনই করা হয়েছে এশিয়া কাপের প্রস্তুতি নিতে। তবে সিরিজ শুরুর হবে অধিনায়ক লিটন দাস বলছিলেন, আন্তর্জাতিক যেকোনো ম্যাচে মূল ফোকাস জয়। সেই জায়গা থেকে প্রথম দুই ম্যাচে তাদের সতর্ক থাকতে দেখা গেছে।
দুই ম্যাচেই টস জিতলেও আগে ব্যাট করেনি বাংলাদেশ, কারণ পরে ব্যাট করলে শিশিরের কারণে পাওয়া যায় বাড়তি সুবিধা। নেদারল্যান্ডস অল্প রান করায় দুই ম্যাচেই ব্যাটিং অনুশীলনে থেকে গেছে ঘাটতি। টপ অর্ডার ছাড়া আর কেউ ব্যাটিং পাননি।
তাওহিদ হৃদয়, জাকের আলি অনিকরা পরীক্ষিত হলেও তাদের বিশ্রাম দেয়ার সুযোগ নেই। কারণ এই দুজন ব্যাটিং পাননি। দলে আসা সাইফ হাসান প্রথম ম্যাচে ১৯ বলে করেন ৩৬ রান, অফ স্পিনে নেন ২ উইকেট। পরের ম্যাচে তিনিও ব্যাট করার সুযোগ পাননি।
সাইফ যার বদলে খেলেছেন সেই শামীম হোসেন পাটোয়ারি ছিলেন অসুস্থ। জ্বর থেকে সেরে উঠে ফিট থাকা শামীম শেষ ম্যাচে সাইফের জায়গা নিতে পারেন। ব্যাকআপ কিপার নুরুল হাসান সোহানের তাই অপেক্ষা বাড়তে পারে আরও। প্রথম দুই ম্যাচে পারফর্ম না করা ওপেনার পারভেজ হোসেন ইমনকে বসিয়ে অধিনায়ক লিটন যদি ওপেন করেন তাহলে মিডল অর্ডারে একটা জায়গা বের হয়, সেক্ষেত্রে সোহান খেলতেও পারেন।
বোলিং আক্রমণে আসবে নিশ্চিতভাবে একাধিক বদল। প্রথম দুই ম্যাচ খেলা তাসকিন আহমেদ বিশ্রাম পাচ্ছেন। তার বদলে একাদশে আসতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। মোস্তাফিজুর রহমানকে বসিয়ে শরিফুল ইসলামকেও খেলানো হতে পারে।
Comments