ও’ডাউড যখন ব্যাটিং ছেড়ে সাংবাদিকতায়

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে ভোগাতে তিনি অভ্যস্ত। কিন্তু সিলেটে হঠাৎ করেই ব্যাটার নয়, সাংবাদিক সেজে সবার নজর কাড়লেন নেদারল্যান্ডস ওপেনার ম্যাক্স ও'ডাউড।
৩১ বছর বয়সী ও'ডাউড মাঠের বাইরেও নানান শখের জন্য পরিচিত। ডিজে হিসেবে ট্র্যাক বাজানো থেকে শুরু করে ইউটিউবে ভ্রমণ ভ্লগ বানানো, সবই তার তালিকায় আছে। চলমান বাংলাদেশ সফর নিয়েও তিনি ভিডিও প্রকাশ করছেন। তবে এবার যেন বাড়তি মজা যোগ হলো তার ভক্তদের জন্য, সাংবাদিকের ভূমিকায় অভিষেক!
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে মুখোমুখি হন তরুণ ক্রিকেটার নোয়া ক্রুস। প্রথমবার সাংবাদিকদের সামনে আসায় নোয়াকে কিছুটা নার্ভাস মনে হচ্ছিল। দলীয় মিডিয়া ম্যানেজারও বিষয়টি আগেই জানিয়েছিলেন। ঠিক তখনই হাস্যরসের আবহ তৈরি করে হাজির হলেন ও'ডাউড। হাতে গোপ্রো ক্যামেরা নিয়ে সাংবাদিকদের সারিতে বসে যান তিনি।
শুধু ভিডিও করা নয়, কিছু মজাদার প্রশ্নও করেন সতীর্থকে। যেমন—ডাকনাম 'টঙ্কার' এর রহস্য কী, আর প্রিয় বাংলাদেশি ক্রিকেটার কে? নোয়া হেসে উত্তর দেন, 'অনেকের নাম নেওয়া যায়, কিন্তু মোস্তাফিজুর রহমানকে এড়িয়ে যাওয়া কঠিন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মুখোমুখি হওয়া দারুণ অভিজ্ঞতা ছিল।'
ও'ডাউডের কাণ্ডে পরিবেশ হালকা হয়ে গেলে নোয়াও স্বাভাবিক হয়ে যান। সাংবাদিক হিসেবে সতীর্থের পারফরম্যান্স নিয়ে রসিকতা করে বলেন, 'আমার মনে হয় ও'ডাউডের ভবিষ্যতে সাংবাদিকতা ক্যারিয়ার হতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে নিশ্চিতভাবেই সে এগিয়ে যাবে।'
শেষে বাংলাদেশি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়া ক্রুস, 'বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ অবিশ্বাস্য। আপনাদের জন্য খেলতে দারুণ লাগে। এই সফর আমাদের কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। বাকি দুই ম্যাচের জন্য মুখিয়ে আছি।'
Comments