অশ্রুসিক্ত রোনালদো বললেন, ‘পর্তুগালের জন্য জয়ের চেয়ে কোনো কিছুই বড় নয়’

ছবি: এএফপি

দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতে আবেগের জোয়ারে ভাসলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ৪০ পেরিয়ে যাওয়া পর্তুগালের অধিনায়ক চোখে জল আর মুখে হাসি নিয়ে মাতলেন উদযাপনে। তিনি উল্লেখ করলেন, দেশকে ট্রফি উপহার দিতে পারা ক্লাব ক্যারিয়ারের সমস্ত অর্জনের চেয়ে বড়।

রোববার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই শেষ হয় ২-২ সমতায়।

মূল ম্যাচের ৬১তম মিনিটে কিংবদন্তি রোনালদো দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান পর্তুগালকে। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার এটি ১৩৮তম গোল। শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে যদিও অংশ নিতে পারেননি।

চোটের কারণে ৮৮তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন রোনালদো। এরপর বেঞ্চে থেকেই সতীর্থদের পাঁচটি সফল স্পট-কিক নিতে এবং গোলরক্ষক দিয়োগো কস্তাকে প্রতিপক্ষের একটি শট রুখে দিতে দেখেন তিনি।

ম্যাচের পর অশ্রুসিক্ত চোখে রোনালদো স্পোর্ত টিভিকে বলেন, 'কী ভীষণ আনন্দের মুহূর্ত— এই প্রজন্মের জন্য, যারা এমন একটি শিরোপার দাবিদার ছিল এবং আমাদের পরিবারগুলোর জন্য! আমার সন্তানরা থেকে শুরু করে স্ত্রী, ভাই, বন্ধুরা সবাই ছিল এখানে।'

জাতীয় দলে পাওয়া সাফল্যকে সব কিছুর ঊর্ধ্বে মনে করেন তিনি, 'পর্তুগালের হয়ে জেতা সব সময়ই বিশেষ কিছু। আমার ক্লাব ক্যারিয়ারে অনেক শিরোপা আছে, কিন্তু দেশের জন্য জয়ের চেয়ে কোনো কিছুই বড় নয়। এটা কান্নার, এটা দায়িত্ব পালনের আর এটা প্রচুর আনন্দের।'

দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী অভিজ্ঞ ফরোয়ার্ডের ভাষ্য, 'এই প্রজন্মের অধিনায়ক হতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জেতা সব সময়ই সর্বোচ্চ অর্জন।'

এটি রোনালদোর বর্ণাঢ্য ও সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় বড় শিরোপা— ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-২০১৯ মৌসুমের নেশন্স লিগের পর আরও একটি গৌরবময় সংযোজন।

রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তিনি গত সপ্তাহে জানান, চলতি মাসের মাঝমাঝি থেকে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি অংশ নিচ্ছেন না। তবে তাকে দলে টানতে বেশ কয়েকটি ক্লাব মুখিয়ে আছে।

এই গ্রীষ্মে সিআর সেভেন খ্যাত তারকার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আল নাসরের। তবে সৌদি প্রো লিগের ক্লাবটির ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো জানান, তারা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদিও অন্য ক্লাবগুলোর আগ্রহ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে আপাতত রোনালদো কেবল দেশের হয়ে পাওয়া সাফল্য উদযাপন করতেই মনোযোগী, 'ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছি না। এখন একটু বিশ্রাম দরকার। ফাইনালে আমি চোট নিয়ে খেলেছি এবং সর্বোচ্চটাই করেছি। কারণ, জাতীয় দলের জন্য আপনাকে উজাড় করে দিতে হয়।'

Comments

The Daily Star  | English

Interim govt committed to returning power to people: CA

"To build a stronger and resilient Bangladesh, we need big changes in our economy," Yunus said.

34m ago