হালান্ডের রিয়ালে যাওয়ার সম্ভাবনার প্রশ্নে গার্দিওলার মুখে কুলুপ

হালান্ডের সঙ্গে সিটিজেনদের চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। তবে এই মেয়াদ পূরণ করা দূরের কথা, ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে তার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন উঠেছে।
ছবি: এএফপি

আর্লিং হালান্ডের পরবর্তী গন্তব্য কি রিয়াল মাদ্রিদ? নরওয়ের এই তরুণ স্ট্রাইকার কি খুব বেশিদিন থাকছেন না ম্যানচেস্টার সিটিতে? তার এজেন্ট রাফায়েলা পিমেন্তার বক্তব্য অনুসারে দুটি প্রশ্নেরই উত্তর মিলেছে 'হ্যাঁ'। তবে শিষ্যের ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি পেপ গার্দিওলা।

গত জুলাইতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যান সিটিতে যোগ দেন হালান্ড। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ক্লাবটিকে খরচ করতে হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। তাকে দলে টেনে কোচ গার্দিওলা যে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, সেটার প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে। তিনি আছেন ইংল্যান্ডের শীর্ষ আসরের গোলদাতাদের তালিকায় সবার উপরে।

হালান্ডের সঙ্গে সিটিজেনদের চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। তবে এই মেয়াদ পূরণ করা দূরের কথা, ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে তার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন উঠেছে।

সেটা শুরু হয়েছে পিমেন্তার মন্তব্যের প্রেক্ষিতে। তিনি জানিয়েছেন, সিটিতে হালান্ড হয়তো বেশিদিন থাকবেন না এবং তার এজেন্সি ইতোমধ্যে এই তারকার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আঁটতে শুরু করেছে। আর এই প্রসঙ্গের আলাপে এসেছে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের নাম, 'একদিকে আছে প্রিমিয়ার লিগ, আরেকদিকে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদের নিজস্ব এমন কিছু আছে যা তাদেরকে খেলোয়াড়দের জন্য স্বপ্নরাজ্যে পরিণত করেছে।'

গার্দিওলার সবশেষ সংবাদ সম্মেলনে পিমেন্তার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তবে মুখে কুলুপ এঁটে বসেন এই স্প্যানিশ কোচ, 'না, আমি এজেন্টদেরকে কোনো জবাব দেই না। কোনো মন্তব্য করব না।'

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন হালান্ড। এই প্রতিযোগিতায় এক মৌসুমে সিটির পক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। আগের কীর্তি ছিল আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর দখলে। তিনি ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন ২৬ গোল। 

Comments