আগামী মৌসুমে ছোট স্কোয়াড চান গার্দিওলা

সাধারণত নিজের স্কোয়াডে বেশি খেলোয়াড়ই পছন্দ করেন ম্যানেজাররা। সেক্ষেত্রে কেউ ইনজুরি পড়লেও তেমন সমস্যা হয় না দলের। কিন্তু সেখানে আগামী মৌসুমে স্কোয়াড ছোট ও সংক্ষিপ্ত করতে চান ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। এরমধ্যেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন বিষয়টি।

মূলত পুরো দল ফিট থাকলে এতজন খেলোয়াড় স্ট্যান্ডে বসিয়ে রাখাটা 'আত্মার কষ্ট' বলে মনে হয় গার্দিওলার। গতরাতে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে ম্যাচে সাভিনিও, আবদুকোদির খুসানভ ও ক্লাউদিও এচেভেরি স্কোয়াডে জায়গা পাননি। এমনকি ইংল্যান্ডের দুই তরুণ প্রতিভা জেমস ম্যাকঅ্যাটি ও রিকো লুইস-ও দলে জায়গা পাননি।

বর্তমানে সিটির মূল দলে ২৮ জন খেলোয়াড় রয়েছেন। এর বাইরে আরও চারজন খেলোয়াড় ধারে খেলছেন অন্য দলে। বর্তমান বিশ্বের সবচেয়ে দামী স্কোয়াডগুলোর একটিই তাদের — যার বাজার মূল্য ১.৩ বিলিয়ন ইউরো।

নিজের স্কোয়াড নিয়ে গার্দিওলা বলেন, "আমি ক্লাবকে বলেছি... আমি ৫-৬ জন খেলোয়াড়কে 'ফ্রিজে' রেখে দিতে চাই না। আমি এটা চাই না। আমি কোচিং ছেড়ে দেব। যদি ছোট স্কোয়াড পাই, তাহলে থাকব।"

গত বছরের অক্টোবর-নভেম্বরে ইনজুরির ধাক্কায় পাঁচ ম্যাচে টানা জয়হীন থাকার অভিজ্ঞতা হয়েছে সিটির। সেই ঘাটতি পোষাতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওমার মারমুশ, ভিতর রেইস, খুসানভ ও নিকো গঞ্জালেসকে দলে ভেড়াতে ২২৪ মিলিয়ন ডলার খরচ করে ক্লাব।

তবে বর্তমানে জন স্টোন্স ও নাথান আকে ছাড়া দলে আর কোনো ইনজুরি না থাকায়, এত বড় স্কোয়াডে এত খেলোয়াড়কে একাদশের বাইরে রাখা 'অসম্ভব' বলে মনে করছেন গার্দিওলা, 'এটা ক্লাবের ওপর নির্ভর করছে। আমি ২৪, ২৫, ২৬ জনের স্কোয়াড চাই না যখন সবাই ফিট থাকে। যদি ইনজুরি হয়, তাহলে একাডেমির খেলোয়াড়দের নিয়ে খেলব।'

উল্লেখ্য, গার্দিওলা গত নভেম্বরে ম্যানসিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। আগামী মাসেই নতুন অঙ্গনে আয়োজিত ক্লাব বিশ্বকাপে অংশ নেবে তার দল।

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

4h ago