সৌদি লিগের মাসসেরার পুরস্কার আরও জিততে চান রোনালদো

গত মাসে আল নাসরের হয়ে চারটি ম্যাচ খেলেন জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রোনালদো। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন তিনি।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আল নাসরের জার্সিতে ফেব্রুয়ারি মাসটা স্বপ্নের মতো কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। নতুন ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর স্বীকৃতিও মিলেছে তার। সৌদি আরবের প্রো লিগের মাসসেরার খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

গত শুক্রবার রাতে আল বাতিনের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে আল নাসর। তবে প্রো লিগের এই ম্যাচে গোলের স্বাদ নিতে পারেননি ৩৮ বছর বয়সী রোনালদো। খেলা শুরুর আগে পর্তুগিজ মহাতারকার হাতে তুলে দেওয়া হয়েছে মাসসেরার সম্মাননা।

গত বছরের ডিসেম্বরে ইউরোপ ছেড়ে সৌদি আরবের দল আল নাসরে নাম লেখান রোনালদো। প্রথম দুই ম্যাচে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড। তবে ফেব্রুয়ারিতে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ নৈপুণ্য উপহার দেন তিনি।

গত মাসে আল নাসরের হয়ে চারটি ম্যাচ খেলেন জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রোনালদো। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন তিনি।

মাসসেরার পুরস্কার পেয়ে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার লিখেছেন, 'সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! আল নাসর দলের অংশ হতে পেরে গর্বিত।'

গত ১০ ফেব্রুয়ারি আল ওয়েহদার বিপক্ষে জয়ে দলের চার গোলের সবকটি করেন রোনালদো। আল নাসরের পক্ষে এটি ছিল তার প্রথম হ্যাটট্রিক। এরপর গত ২৫ ফেব্রুয়ারি দামাক এফসির বিপক্ষে ফের তিনবার বল জালে পাঠিয়ে দলকে জেতান তিনি।

Comments