উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ম্যাচ জিতে নিজেদের মাঠে লিভারপুলকে অভিনব সম্মান দিল রিয়াল

Liverpool
ছবি: সংগ্রহ

ঘরের মাঠে ম্যাচ জিতে সাধারণত নিজেদের দলীয় সঙ্গীত 'হালা মাদ্রিদ' বাজিয়ে উদযাপন করে রিয়াল মাদ্রিদ। তবে এবার হলো ভিন্নতা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে হারানোর পর সেটার বদলে 'ইউ উইল নেভার ওয়াক এলোন' বেজে উঠল সান্তিয়াগো বার্নাব্যুতে।

সবারই জানা 'ইউ উইল নেভার ওয়াক এলোন' হচ্ছে লিভারপুলের দলীয় সঙ্গীত। সবাইকে অবাক করে ৮১ হাজার দর্শক ভরপুর বার্নাব্যুতে বাজল ইংলিশ জায়ান্টদের সেই গান।

বুধবার রাতে করিম বেনজেমার একমাত্র গোলে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। প্রথম লেগে ৫-২ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধান নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল।

খেলা শেষে যখন লাউড স্পিকারে বেজে ওঠে  'ইউ উইল নেভার ওয়াক এলোন' গান, তখন তৈরি হয় অন্যরকম পরিবেশ। মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই দলের সমর্থকরা হয়ে যান একে অন্যের সমার্থক। একসঙ্গে সবাই ঠোঁট মেলান, 'ইউ উইল নেভার ওয়াক এলোন।' দুই দলের খেলোয়াড়দেরও ব্যাপারটি স্পর্শ করতে দেখা যায়।

এমন সম্মান পেয়ে ম্যাচ শেষে নিজের দারুণ অনুভূতির কথা ব্যক্ত করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ,  'এটা দারুণ এক সম্মান। দুই দলই হেভিওয়েট, নিয়মিতই দেখা হয়। আমার মনে হয়, এটা স্পষ্ট যে একে অন্যের প্রতি কতখানি সম্মান তারা রাখে। এটা যারই (লিভারপুলের গান) সিদ্ধান্ত হোক, এটা দারুণ সম্মানের বিষয়।'

ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসের আলোচনায় এই নিয়ে রিয়ালকে প্রশংসা করেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ওয়েন, 'ক্লাস ক্লাব রিয়াল। দুই দলের জন্যই অনেক শ্রদ্ধা। এটা দারুণ এক দৃশ্য।'

Comments