রিয়ালের আনচেলত্তির পক্ষে বার্সেলোনার কোচ হওয়া 'অসম্ভব'

রিয়ালে প্রথম দফায় দুই মৌসুম (২০১৩ থেকে ২০১৫ সাল) এই ভূমিকায় কাজ করেন তিনি। তার অভিষেক মৌসুমেই দীর্ঘ অপেক্ষার পালা ঘুচিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতে লস ব্লাঙ্কোরা। এরপর তিন বছরের চুক্তিতে গত মৌসুমে ফের পুরনো ঠিকানায় ফেরেন তিনি।
সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

ফুটবল ইতিহাসের সেরা কোচদের একজন হলেন কার্লো আনচেলত্তি। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব পালন করছেন তিনি। সফলতম স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক ভীষণ মধুর। তাই বিনয়ের সঙ্গে এই ইতালিয়ান জানালেন, তার পক্ষে কখনও বার্সেলোনাকে কোচিং করানো সম্ভব না।

৬৩ বছর বয়সী আনচেলত্তি অতীতে জুভেন্তাস, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো বড় ক্লাবে কোচের পদে ছিলেন। রিয়ালে প্রথম দফায় দুই মৌসুম (২০১৩ থেকে ২০১৫ সাল) এই ভূমিকায় কাজ করেন তিনি। তার অভিষেক মৌসুমেই দীর্ঘ অপেক্ষার পালা ঘুচিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতে লস ব্লাঙ্কোরা। এরপর তিন বছরের চুক্তিতে গত মৌসুমে ফের পুরনো ঠিকানায় ফেরেন তিনি। এবারও তার প্রথম মৌসুমেই ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে চ্যাম্পিয়ন হয় রিয়াল। পাশাপাশি তারা জেতে লা লিগার শিরোপা।

রিয়ালের সঙ্গে আগামী ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। তবে সেটার মেয়াদ শেষের আগেই তার ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন চলছে জোরেশোরে। তাকে পেতে দারুণ আগ্রহ প্রকাশ করেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আনচেলত্তি নিশ্চিত করেন কখনোই রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কোচ না হওয়ার বিষয়টি। শনিবার রাতে লিগে ভিয়ারিয়ালের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার ঘটনাবহুল অভিজ্ঞতার কারণে আমার পক্ষে বার্সেলোনাকে কোচিং করানো অসম্ভব। আমি নিজেকে পাল্টাব না। আমার ব্যক্তিগত ও এই ক্লাবের (রিয়াল) ইতিহাসকে আপনার সম্মান করতে হবে। বার্সেলোনা ও (তাদের কোচ) জাভির (হার্নান্দেজ) প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে আমি কারও সঙ্গে কোনো কিছু বদল করতে চাই না। বিশ্বের সেরা ক্লাবে আমি খুবই আনন্দে আছি, যেখানে সবাই আমাকে খুব পছন্দ করে। আমি পাল্টাতে চাই না।'

চলতি মৌসুমে চতুর্থ ফাইনাল খেলা ইতোমধ্যে নিশ্চিত করেছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপে হারলেও উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে তারা। আগামী মাসে কোপা দেল রের ফাইনালে তারা মুখোমুখি হবে ওসাসুনার। এই প্রসঙ্গে বর্ষীয়ান রিয়াল কোচের ভাষ্য, 'আমি খুব রোমাঞ্চিত, কারণ এই মৌসুম এখনও আমাদের জন্য অনেক উন্মুক্ত। আমরা আমাদের চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছি। আমরা সেখানে পৌঁছাতে পেরে খুশি। তবে সেই কাজটা আমাদের শেষ করতে হবে।'

লা লিগার শিরোপা ধরে রাখার আশা অবশ্য রিয়ালের নেই বললেই চলে। তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। লিগে বাকি আছে আর ১১ ম্যাচ। তাই মৌসুম রাঙাতে অন্য প্রতিযোগিতাগুলোর দিকে তাকিয়ে আনচেলত্তি, 'লিগে আমরা অসুবিধায় আছি, কারণ বার্সেলোনা অনেক ভালো করছে। গত বছর এই সময়ের চেয়ে বর্তমানে আমাদের পয়েন্ট ৪ কম এবং তাদের পয়েন্ট বেশি আছে। আমরা দৃঢ়ভাবে মৌসুম শেষ করতে চাই। এর অর্থ হলো অন্যান্য শিরোপা জেতা এবং এটা দর্শনীয় ব্যাপার হবে।'

তাই বলে লিগ নিয়ে রিয়াল কোচ মাথা একেবারেই ঘামাচ্ছেন না তা নয়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা আবারও দেন তিনি, 'আমরা লিগ নিয়েও ভাবছি। লিগের ম্যাচগুলো আমাদেরকে ভালো ফর্ম এবং একটি ভালো পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। যতক্ষণ পর্যন্ত না এটা জেতা গাণিতিকভাবে অসম্ভব, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব।'

Comments