চ্যাম্পিয়ন্স লিগ

প্রতিশোধ নিতে আসিনি: গার্দিওলা

মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় সান্তিয়াগো বার্ন্যাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে লড়বে সিটি-রিয়াল।
Pep Guardiola

আগের বছর চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে অবিস্মরণীয় এক ম্যাচের জন্ম দিয়েছিল রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে জেতে সিটিকে হতাশায় ডুবিয়েছিল রিয়াল। এবার আবারও একই মঞ্চে মুখোমুখি দুদল। ভেতরে থাকা প্রতিশোধের আগুণ বের হওয়া স্বাভাবিক। তবে ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়াল বলছেন, কোন প্রতিশোধের চিন্তা কাজ করছেন না তাদের। স্রেফ আরেকটি নতুন লড়াই মনে করে খেলবেন তারা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় সান্তিয়াগো বার্ন্যাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে লড়বে সিটি-রিয়াল। গত আসরে প্রথম লেগে নিজেদের মাঠে ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে রিয়ালের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল তারা। মনে হচ্ছিল ফাইনালে পৌঁছেই গেছে তারা। নাটকের বাকি ছিল তখন অনেক কিছু। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান রদ্রিগোর করা ৯০ ও ৯১ মিনিটের গোলে সমতায় আসে রিয়াল। ৯৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টি সিটিকে করে দেয় স্তব্ধ। ফাইনালে উঠে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগে জিতে নেয় ইতিহাসের সফলতম দল রিয়াল।

যন্ত্রণায় বিদ্ধ হয়ে সেবার সান্তিয়াগো বার্নাব্যু থেকে ফিরে গিয়েছিলেন সিটির খেলোয়াড়রা। তাদের বুকে ক্ষতটা এখনো লেগে থাকার কথা। তবে মাদ্রিদে পৌঁছে সম্পূর্ণ ভিন্ন মেজাজ দেখালেন গার্দিওলা। তারমতে প্রতিশোধের কোন ব্যাপার নেই এখানে,  'এরকম ভাবা ভুল হবে। আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। যা হওয়ার ছিল হয়েছে, ফুটবলে প্রাপ্য যা সেটাই হয়। ফাইনালে যেতে সম্ভাব্য সেরাটা দিয়েও হয়নি আমাদের। গতবার যে শিক্ষা পেয়েছি তা হলো ভালো পারফর্ম করে ফল নিশ্চিত করেই যেন আমরা ম্যানচেস্টারে দ্বিতীয় লেগে যেতে পারি।'

'গত বছর কঠিন লড়াই ছিল। প্রথমে লেগে ম্যানচেস্টারে দারুণ খেলেছিলাম, এখানেও ভালো ম্যাচ হিল। কিন্তু হয়নি। ফল মেনে নিয়ে আমরা প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছি। এক বছর পর আবার এখানে এলাম।'

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ঐতিহ্য অনেক ঋদ্ধ স্বীকার করে নিয়ে এই ট্রফি জেতার প্রত্যয় জানানেল সিটি কোচ,  'এটা কেবলই আরেকটু নতুন লড়াই, আরেকটি সুযোগ। আমরা নিশ্চয়ই একদিন ফাইনাল খেলব। এবং ট্রফিও জিতব। গতবার হয়নি। তারা (রিয়াল মাদ্রিদ) ভালো করেই জানে তাদের কি করতে হয় চ্যাম্পিয়ন্স লিগে।'

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাফল্য ধরে রাখা ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া জিতেছে সবই। শক্তিশালী স্কোয়াড নিয়েও ইউরোপ সেরার আসরে শেষে গিয়ে আর হিসাব মেলেনি। গার্দিওলা মনে করেন ধারাবাহিকতা রেখে খেলে গেলে একদিন অধরা ট্রফি ঠিকই ধরা দেবে,  'সাত বছর আগে আমাদের লক্ষ্য ছিল এটি জেতা। চেলসির বিপক্ষে ফাইনাল ও গতবারও একই ভাবে চেয়েছি। এবার আবার এলাম। তবে ট্রফি জেতাই বড় কথা না। ধারাবাহিক পারফর্ম করে যাওয়াই আসল। রিয়াল মাদ্রিদ, লিভারপুল সব সময় এই জায়গায় আছে। আমি বার্সেলোনার ভক্ত। কিন্তু ১৯৯২ সালে জেতার আগে অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল।'

Comments

The Daily Star  | English

Former lawmakers Azaduzzaman Noor, Mahbub Ali arrested

Former minister for cultural affairs Asaduzzaman Noor and former state minister for Civil Aviation and Tourism M Mahbub Ali were arrested from different locations of the city last night..A team of Detective Branch (DB) arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Roa

2h ago